কুষ্টিয়ার খোকসায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারপিটে মোহাম্মদ আলী প্রামাণিক (৬৫) নামের একজন কৃষক নিহত হয়েছেন। সোমবার (২৩ জুন) রাত ৮টার দিকে উপজেলার সাতপাখিয়া গ্রামে তার বাড়িতে গিয়ে হামলা ও মারপিট করে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়।
নিহত মোহাম্মদ আলী প্রামাণিক (৬৫) খোকসা উপজেলার গোপগ্রাম ইউনিয়নের সাতপাখিয়া গ্রামের মৃত আকমত প্রামাণিকের ছেলে। তিনি কৃষি কাজ করতেন। অভিযুক্ত সুনাই শেখ নিহতের প্রতিবেশী ও শ্যালক।
নিহতের ছেলে তারিকুল ইসলাম বলেন, প্রতিবেশী সুনাই শেখের সাথে আমার আব্বার জমি সংক্রান্ত বিরোধ চলছিল। কোরবানির ঈদের দিন থেকে বিভিন্নভাবে হুমকিধামকি দিচ্ছিলেন তার৷ আমরা থানায় মৌখিক অভিযোগ দিয়েছিলাম। সেই বিরোধের জের ধরে সোমবার রাত ৮ থেকে সাড়ে ৮টার মধ্যে সোনাই ও তার লোকজন আমাদের বাড়ি হামলা করে। আমার আব্বাকে এলোপাতাড়ি মারপিট করে। আমাকেও মারপিট করে৷ আয়ামার আব্বা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে চারটার দিকে মারা গেছে।
তিনি আরও বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে পূর্ব পরিকল্পিতভাবে আমার বাবাকে হত্যা করা হয়েছে। সুনাই শেখ, তার ছেলে হৃদয় শেখ, ভাতিজা শাহীন শেখ, শাহীনের বাবা কালাম শেখ সহ ১৫ জন হত্যাকাণ্ডের সাথে জড়িত। তারা আমাদের বাড়ির উপর এসে আমার বাবাকে হত্যা করেছে। এ ঘটনায় জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
নিহতের শ্যালক আব্দুল আজিজ বলেন, প্রায় ৪০ বছর আগে আমাদের একটা জমি কিনেন সোনাইয়ের বাবা ও মুহাম্মদ। সুনাইয়ের বাবা কেনেন ৪ শতক এবং
মুহাম্মদ কিনেন ৫ শতক জমি। জমিটিতে সেই সময়ে বাড়ি করেন মুহাম্মদ। এরপর থেকে এ জমির পজিশন নেয়া নিয়ে বিরোধ চলছিলো তাদের মধ্যে। প্রায় ১০ বছর আগে স্থানীয়ভাবে মিমাংসা করা হয়। এরপরেও সোনাই বিরোধ তৈরি করে। এর ধরে সোনাই ও তার লোকজন মুহাম্মদকে মারপিট করে হত্যা করেছে।
স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিলো। এর জের ধরে সোনাই ও তার লোকজন মুহাম্মদকে মারপিট করে হত্যা করেছে। এ বিষয়ে কথা বলার জন্য অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলেও তাদেরকে পাওয়া যায়নি।
এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মইনুল ইসলাম বলেন, বৃদ্ধকে মারপিট করে হত্যার অভিযোগ উঠেছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:








