মঙ্গলবার

২৩ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

দর্শনায় যাত্রাবিরতির দাবিতে ট্রেন আটকে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ জুন, ২০২৫ ২০:২৯

শেয়ার

দর্শনায় যাত্রাবিরতির দাবিতে ট্রেন আটকে মানববন্ধন
ছবি: বাংলা এডিশন

চুয়াডাঙ্গার দর্শনা হল্ট স্টেশনে খুলনা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস এবং ঢাকা থেকে ছেড়ে আসা চিত্রা এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ট্রেন আটকে অবরোধ ও মানববন্ধন করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার বেলা পৌনে ২ টার দিকে খুলনাগামী ডাউন সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রাখার মধ্য দিয়ে এই মানববন্ধন ও অবরোধ কর্মসূচী শুরু হয়।

এ সময় আন্দোলনকারীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে রেললাইনের দুই পাশে এবং প্ল্যাটফর্মে অবস্থান নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দর্শনা ও পার্শ্ববর্তী জীবননগর অঞ্চলের সাধারণ মানুষের দীর্ঘদিনের ন্যায্য দাবী— দর্শনা হল্ট স্টেশনে চিত্রা ও সুন্দরবন ট্রেনের যাত্রাবিরতি। এই দাবী পূরণ না হওয়া পর্য়ন্ত আন্দোলন চলবে। এই স্টেশনে যাত্রাবিরতি শুধু যাতায়াতের সুবিধা নয়, এটি এই অঞ্চলবাসীর আর্থ-সামাজিক উন্নয়নের সঙ্গে জড়িত।

তাঁরা আরও বলেন, দামুড়হুদা, দর্শনা ও জীবননগরের মানুষের দীর্ঘদিনের দাবীর প্রতি গুরুত্ব দিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন কতৃপক্ষের। কারণ দুইটি ট্রেনের যাত্রাবিরতির মাধ্যমে এই এলাকার মানুষের যাতায়াত সুবিধা নিশ্চিত হবে।

আন্দোলনকারীরা আরও বলছেন, এর আগেও একাধিকবার আশ্বাস দেওয়া হলে এখন পর্যন্ত কোনো বাস্তবায়ন হয়নি। ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

এদিকে আন্দোলনের শুরু থেকেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর এবং সেনাবাহিনীর একটি দল।

পরবর্তীতে বিকেল সাড়ে ৩ টার দিকে সেনাবাহিনীর পক্ষ থেকে আগামী ৭ দিনের মধ্যে যৌক্তিক দাবী পূরনের আশ্বাস দেয়া হলে অবরোধ তুলে নেন স্থানীয়রা।



banner close
banner close