মঙ্গলবার

২৩ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

নগর ভবনে ইশরাকের বিরোধী পক্ষ সন্দেহে পিটুনি, ছুরি দেখিয়ে সাংবাদিককে হুমকি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ জুন, ২০২৫ ১৭:৫৮

আপডেট: ২৪ জুন, ২০২৫ ২১:১০

শেয়ার

নগর ভবনে ইশরাকের বিরোধী পক্ষ সন্দেহে পিটুনি, ছুরি দেখিয়ে সাংবাদিককে হুমকি
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনার পর জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের যে পক্ষটি বিএনপি নেতা ইশরাক হোসেনের ‘বিরোধী’, তাঁদের লোক সন্দেহে মারধরের ঘটনা ঘটে।

এসব ঘটনার ভিডিও ধারণ করার কারণে একজন সাংবাদিককে ছুরি দেখিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও কর্মচারীরা বলেন, একটি পক্ষের নেতৃত্বে আছেন আরিফুজ্জামান প্রিন্স। তাঁকে ইশরাকের বিরোধী পক্ষ মনে করা হচ্ছে। তিনি আজ সিটি করপোরেশনের তাঁর পক্ষের কর্মচারীদের নিয়ে নগর ভবনে আসেন। তাঁরা আসার পর আরেকটি পক্ষের নেতৃত্বে থাকা আরিফ চৌধুরীর অনুসারীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে দুই পক্ষের কয়েকজন আহত হন। তবে তাঁদের নাম জানা যায়নি।

পরে মুঠোফোন যোগাযোগ করা হলে আরিফুজ্জামান বলেন, 'ইশরাক নগর ভবন চালু করার ঘোষণা দিয়েছেন। তাঁর এ ঘোষণার পরও বহিরাগত কিছু লোক প্রতিদিন নগর ভবনে মহড়া দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের হয়রানি করে আসছেন। কর্মকর্তা-কর্মচারীরা যাতে নিরাপদে অফিস করতে পারেন, সে জন্য তাঁরা সব কর্মচারীরা একত্র হয়ে নগর ভবনে মিছিল শুরু করেন। এর পরপরই তাঁদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।'

তবে এমন অভিযোগ অস্বীকার করেন আরিফ চৌধুরী। তিনি বলেন, অন্যান্য দিনের মতো আজও তাঁরা শান্তিপূর্ণভাবে নগর ভবনে অবস্থান নিয়েছিলেন। কিন্তু বহিরাগতরা নগর ভবনে এসে তাঁদের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাঁদের পাঁচজনকে গুরুতর আহত করেছে।

এই ঘটনার দেড় ঘণ্টা পর ঢাকার বিভিন্ন এলাকা থেকে নগর ভবনে আসতে থাকেন ইশরাকের সমর্থকেরা। তাঁরা নগর ভবনের সামনে অবস্থান নেন।



banner close
banner close