মঙ্গলবার

২৩ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

শরীয়তপুর সদর হাসপাতালে দুদকের অভিযান

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৪ জুন, ২০২৫ ১৪:০৯

শেয়ার

শরীয়তপুর সদর হাসপাতালে দুদকের অভিযান
ছবি: বাংলা এডিশন

শরীয়তপুর সদর হাসপাতালে একাধিক অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে দুদকের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় এক রোগীর কাছে চিকিৎসার জন্য টাকা দাবীসহ বেশ কিছু অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানান দুদক।

অভিযান শেষে দুদক কর্মকর্তা জানান, শরীয়তপুর সদর হাসপাতালে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, দালালদের দৌরাত্ম ও একইসাথে নিয়মবহির্ভূতভাবে অর্থ আদায়ের অভিযোগ অভিযোগ উঠে। পরে সেই নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে অভিযান পরিচালনা করেন। এসময় হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক আব্দুল কাইয়ুম এক রোগীর কাছে টাকা দাবী করেন বলে অভিযোগ উঠে। পরে অভিযোগের সত্যতা পায় দুদক। একই সাথে এক রোগীর কাছ থেকে ১ হাজার ৩০০ টাকার বিনিময়ে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। এছাড়াও হাসপাতালের রন্ধনশালায় রোগীদের জন্য বরাদ্দ মিনিকেটে চালের পরিবর্তে কমমূল্যের মোটা চাউল ব্যবহারের সত্যতা পায় দুদক। আর অনিয়মের অভিযোগগুলো খতিয়ে দেখছে দুদক। এ ঘটনায় দুদকের পক্ষ থেকে পরবর্তীতে ব্যবস্থা নেয়ার কথা জানানো হয়।

এ ব্যাপারে দুদকের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা শরীয়তপুর সদর হাসপাতালে অভিযান পরিচালনা করি। অভিযানে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। এসময় হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক আব্দুল কাইয়ুম এক রোগীর কাছে টাকা দাবি করেন বলে অভিযোগ উঠে। এছাড়াও খাদ্যে নিম্নমানের চাল ব্যবহারের বিষয়টি গুরুতর। এসব অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



banner close
banner close