মঙ্গলবার

২৩ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে ইউপি সদস্যকে কোপানোর চেষ্টা, ভিডিও ভাইরাল

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ২৪ জুন, ২০২৫ ১২:৫৩

শেয়ার

প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে ইউপি সদস্যকে কোপানোর চেষ্টা, ভিডিও ভাইরাল
ছবি: বাংলা এডিশন

চট্টগ্রামের লোহাগাড়ায় এক ইউপি সদস্যকে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চেষ্টার অভিযোগ উঠেছে। সোমবার বিকালে কলাউজান ইউনিয়নের কানুরাম বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার একটি ১০ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

ভূক্তভোগী কলাউজান ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহমুদুল হক।

জানা যায়, সোমবার বিকালে ইউপি সদস্য মাহমুদুল হকের সঙ্গে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন স্থানীয় যুবক জাকারিয়া। এসময় তারা কানুরাম বাজারের রুপালী ক্লথ স্টোরের সামনে পৌঁছলে নেশাগ্রস্ত অবস্থায় শাকিল ধারালো দেশীয় অস্ত্র হাতে মেম্বারের মোটরসাইকেলের গতিরোধ করে জাকারিয়াকে মারধর করে চাঁদা দাবি করে। ইউপি সদস্য মাহমুদুল হক বাধা দিলে করলে তাকে ধারালো দা দিয়ে কোপানোর চেষ্টা করে শাকিল। এ ব্যাপারে স্থানীয় প্রসাশনকে শাকিলের বিরুদ্ধে মৌখিক অভিযোগ করেছেন এই ইউপি সদস্য। শাকিল ইউনিয়নের ডাক্তার পাড়ার আবদুস সালামের পুত্র।

ইউপি সদস্য মাহমুদুল হক বলেন, ইউনিয়ন পরিষদ থেকে জাকারিয়া তার মোটর সাইকেলে করে বাড়ি ফিরছিল। কানুরাম বাজারে পৌঁছাতেই শাকিল মোটর সাইকেল থামিয়ে জাকারিয়াকে মারার জন্য নামিয়ে দিতে বলে। তিনি রাজি না হলে শাকিল তাকে ধারালো দা দিয়ে কোপানোর চেষ্টা করে।

কলাউজান ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) খোরশেদ আলম বলেন, বিষয়টি স্থানীয় সেনা ক্যাম্প ইনচার্জ ও থানার ওসিকে মৌখিকভাবে জানানো হয়েছে এবং ঘটনার ভিডিও তাদের ওয়াটসঅ্যাপে প্রেরণ করা হয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, এ ব্যাপারে ভুক্তভোগী কোন অভিযোগ দায়ের করেন নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



banner close
banner close