বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির সাবেক সদস্য আলহাজ্ব হাসানুল ইসলাম রাজা বলেছেন, বিএনপি কোনো সন্ত্রাসী রাজনীতিকে পছন্দ করে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার করে বলছেন, আপনারা জনগণের কাছে যান, তৃণমুলের মানুষের পেছনে ঘোরেন। তাদের সমর্থন আদায় করেন। কিন্তু অনেক নেতা বিএনপি দল করেন, আগামীতে এমপি হবেন, তারা সেই আদেশ নির্দেশ মানছেন না। তারা সন্ত্রাসী, চাঁদাবাজী করে বেড়াচ্ছেন। পাবনা-৩ এলাকায় বিএনপি নেতাদের যে কার্যকলাপ শুরু হয়েছে তা তো বিএনপির আদর্শ নয়। তাই যারা সন্ত্রাসী চাঁদাবাজী করছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।
সোমবার রাতে পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের পাঁচুরিয়া গ্রামে নয় নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
হাসানুল ইসলাম রাজা আরও বলেন, এক শ্রেণীর নেতারা তারেক রহমানের নির্দেশ, তার আদর্শ মানছেন না। কিন্তু যখন আমরা তৃণমুলের প্রত্যন্ত গ্রামে গিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করতে, জনগণের সুখ, শান্তি, সমৃদ্ধি, কল্যাণের লক্ষ্যে প্রতিনিয়ত উঠান বৈঠক করছি । তারা তখন আমাদের উঠান বৈঠক বানচাল করার জন্য মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে। নানাভাবে বাধা সৃষ্টি করছে। তারেক রহমানের আদেশ যারা বিএনপির নামে সন্ত্রাসী, চাঁদাবাজী, দখলবাজি করছে তাদের এলাকা থেকে প্রতিহত করেন। তাই এখন থেকে যেখানেই দুর্নীতি, যেখানেই চাঁদাবাজী, যেখানেই সন্ত্রাসী, যেখানেই দখলবাজি হবে, সেখানেই তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ ভাবে তাদের রুখে দেবো।
তিনি বলেন, বিগত ১৭ বছর ভাঙ্গুড়া উপজেলার এমপি থাকায় সব উন্নয়ন হয়েছে ভাঙ্গুড়ায়। চাটমোহরে উন্নয়ন হয়নি। তাই সবাই ঐক্যবদ্ধ আওয়াজ তুলুন, আগামী নির্বাচনে চাটমোহর থেকে ধানের শীষের এমপি প্রার্থী চাই। চাটমোহরের বাইরের কোন প্রার্থীকে আমরা মানবো না। চাটমোহরের অনেক নেতা ভাঙ্গুড়ার, পাবনার নেতাদের নিয়ে এসে এমপি প্রার্থী বানানোর নীলনকশা করছে। তাদের বিরুদ্ধে সচেতন থাকতে হবে।
আরও পড়ুন:








