কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশন থেকে পিস্তলসহ শামিম নামের এক যুবককে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সোমবার রাত সাড়ে ৮টার দিকে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে তাকে আটক করা হয়।
আটক শামিম কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া গ্রামের আ. আজিজের ছেলে। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে ভৈরব রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।
নিরাপত্তা বাহিনী সূত্রে জানা যায়, প্ল্যাটফর্মে নিয়মিত দায়িত্ব পালনকালে শামিমের আচরণ সন্দেহজনক মনে হলে টহল দল তাকে থামিয়ে তল্লাশি চালায়। এ সময় তার প্যান্টের পেছনে লুকানো অবস্থায় একটি পিস্তল উদ্ধার করা হয়। পরে চৌকিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে শামিম দাবি করেন, তিনি অস্ত্রটি ঢাকার কমলাপুরের শাহজাহানপুর এলাকা থেকে কুড়িয়ে পেয়েছেন।
ভৈরব রেলওয়ে নিরাপত্তা চৌকির অফিসার ইনচার্জ হাসান মাহমুদ বলেন, আমার চৌকির টহল টিম প্ল্যাটফর্মে দায়িত্ব পালন করছিল। এক যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন:








