মঙ্গলবার

২৩ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

আ. লীগ নেতাকে ‘বিএনপি নেতা’ বানিয়ে শোডাউন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ জুন, ২০২৫ ০৮:৩২

আপডেট: ২৪ জুন, ২০২৫ ০৮:৩৩

শেয়ার

আ. লীগ নেতাকে ‘বিএনপি নেতা’ বানিয়ে শোডাউন
ছবি: সংগৃহীত

ফরিদপুরের সালথায় কারাগারে থাকা উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে ‘বিএনপি’র বারবার নির্যাতিত নেতা’ হিসেবে তুলে ধরে বিএনপির কর্মী সম্মেলনের দিনে শোডাউন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ভিডিওটি ভাইরাল হয়।

রোববার দুপুরে সালথা উপজেলা বিএনপির কর্মী সম্মেলনের আগে অন্তত দেড় শতাধিক মোটরসাইকেল, নসিমন, ভ্যান ও ইজিবাইক নিয়ে এই শোডাউন হয়। এতে নেতৃত্ব দেন কারারুদ্ধ আওয়ামী লীগ নেতা মো. নুরুদ্দীন মাতুব্বরের ভাই ও উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মো. মুনছুর মাতুব্বর।

জানা যায়, সালথা উপজেলা পরিষদের মাল্টিপারপাস মিলনায়তনে বিএনপির কর্মী সম্মেলন উপলক্ষে গট্টি ইউনিয়ন বিএনপির ব্যানারে শোভাযাত্রাটি শুরু হয় সকাল ১০টার দিকে। দুপুর পৌনে ১২টার দিকে এটি সম্মেলনস্থলে পৌঁছে। শ্লোগান দিতে দিতে শোডাউনকারীরা সেখানে যোগ দেন। এ সময় ব্যানারে বিএনপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি নুরুদ্দীন মাতুব্বরের বড় ছবি এবং তার পক্ষে সম্মেলন সফল করার বার্তা লেখা ছিল।

ব্যানারটিতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তারেক রহমান ও ফরিদপুর-২ আসনের প্রয়াত সাবেক এমপি ওবায়দুর রহমান এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের ছবিও ছিল। ব্যানারে লেখা ছিল— ‘বার বার নিযাতিত বিএনপি নেতা মো. নুরুদ্দীন মাতুব্বরের পক্ষ থেকে শামা আপার হাতকে শক্তিশালী করতে ২২ জুন সালথা উপজেলা বিএনপির কর্মী সম্মেলন সফল হোক। প্রচারে: গট্টি ইউনিয়ন বিএনপি।’

উল্লেখ্য, মো. নুরুদ্দীন মাতুব্বর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং তার ভাই মো. মুনছুর মাতুব্বর উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক। তারা দুজনেই গট্টি ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামের বাসিন্দা।

গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর সালথা থানায় হামলা, অস্ত্র লুট ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় নুরুদ্দীনকে আসামি করা হয়। গত ২৯ মার্চ তাকে গ্রেপ্তার করে সালথা থানা-পুলিশ। বর্তমানে তিনি ফরিদপুর জেলা কারাগারে রয়েছেন।



banner close
banner close