সিরাজগঞ্জে আলোচিত গোলাম মোস্তফা হত্যা মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে নিহতের স্বজন ও এলাকাবাসী এ কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৮ সালের ৩ অক্টোবর রানীগ্রাম গ্রামের বাসিন্দা গোলাম মোস্তফাকে ভোরে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পর তার স্ত্রী শিখা খাতুন সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় রানীগ্রামের তারেক, রানা, সেলিম, নজরুল, বাদল, নিশানসহ মোট ১৮ জনকে আসামি করা হয়।
আরও জানান, দীর্ঘ সাত বছর পেরিয়ে গেলেও মামলার রায় এখনও হয়নি। সব সাক্ষ্য-প্রমাণ শেষ হলেও বিচার কার্যক্রমের বিলম্বে ক্ষুব্ধ ও হতাশ নিহতের পরিবার ও এলাকাবাসী। তারা দ্রুত বিচার সম্পন্ন করে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার আহ্বান জানান।
মানববন্ধনে নিহতের ছোট বোন লিপি আক্তার, সিমা খাতুন, ভাগনে জাহিদ, কামরুল, কায়েস, আকলিমা খাতুন, জাহানআরা খাতুনসহ এলাকার বহু মানুষ উপস্থিত ছিলেন।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, দীর্ঘ আইনি লড়াইয়ের পরেও ন্যায়বিচার না পাওয়ায় তারা উদ্বিগ্ন। মানববন্ধনের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত রায়ের দাবিতে তারা জনমত গড়ে তোলার আহ্বান জানান।
আরও পড়ুন:








