মঙ্গলবার

২৩ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

সীমান্তে মাইন বিস্ফোরণে পা উড়ে গেলো কিশোরের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জুন, ২০২৫ ১০:৫৩

শেয়ার

সীমান্তে মাইন বিস্ফোরণে পা উড়ে গেলো কিশোরের
ছবি: সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জামছড়ি সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণে আরাফাতুল ইসলাম নামে এক কিশোরের পা উড়ে গেছে।

রোববার দুপরের দিকে উপজেলার সদর ইউনিয়নের জামছড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আহত আরাফাতুল ইসলাম সদর ইউনিয়নের জামছড়ি গ্রামের খুইল্লা মিয়ার ছেলে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, জামছড়ি সাপমারা ঝিরি সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে চোরাইপণ্য আনতে গিয়েছিল চোরাকারবারি চক্রের সদস্যরা। এ সময় সীমান্তের শূন্যরেখায় মিয়ানমারের আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি কিশোর আরফাতুল ইসলামের বাম পায়ের নিচের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়।

বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়।

ঘটনার বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মাসরুরুল হক বলেন, ‘চোরাই পণ্য আনতে গিয়ে মাইন বিস্ফোরণে যুবকের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ‘স্থলমাইন বিস্ফোরণে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে আহত হয়েছে। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাশের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে খবর পেয়েছি।’



banner close
banner close