মঙ্গলবার

২৩ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ জুন, ২০২৫ ১০:১৪

শেয়ার

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যানের ধাক্কায় সুজন খান নামে একজন নিহত হয়েছেন।

শনিবার রাত ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের মির্জাপুর বাইপাসের বাওয়ার কুমারজানী মা সিএনজি পাম্প সংলগ্নে এ ঘটনা ঘটে।

নিহত সুজন বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার জিরাইল গ্রামের ইউনুছ খানের ছেলে। তিনি কাভার্ডভ্যান চালক ছিলেন।

জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান রাত ৩টার দিকে মহাসড়কের ওইস্থানে পৌছালে টাঙ্গাইলগামী লেনে দাড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে কাভার্ডভ্যানটি ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে চালক মারা যান। পরে পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।’



banner close
banner close