মঙ্গলবার

২৩ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে নিহত এমদাদুলের পরিচয় মিলছে না

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১ জুন, ২০২৫ ১৮:৪৪

আপডেট: ২১ জুন, ২০২৫ ১৮:৪৫

শেয়ার

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে নিহত এমদাদুলের পরিচয় মিলছে না
ছবি:বাংলা এডিশন

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ডাকাতের গুলিতে নিহত দুই বাংলাদেশীর একজন এমদাদুল হকের পরিচয় নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। পাসপোর্ট অনুযায়ী তার বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদি ইউনিয়নের মির্জাপুর গ্রামে হলেও, এলাকায় খোঁজ নিয়ে এমন কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।

শনিবার (২১ জুন) পাসপোর্টে দেওয়া ঠিকানা অনুযায়ী মির্জাপুর গ্রামে খোঁজ নেয়া হলে স্থানীয়রা জানান, এমদাদুল হক নামে তারা কাউকে চেনেন না।

স্থানীয় যুবক ও পাসপোর্ট-আইডি সংক্রান্ত অনলাইন সেবাদাতা তাজুল ইসলাম বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে এমদাদুলের মৃত্যুর খবর দেখি। কিন্তু মির্জাপুরে এমদাদুল হক নামে কাউকে আমি চিনি না। এমনকি কেউ এখনও তার লাশ ফিরিয়ে আনার জন্য আমার সঙ্গে যোগাযোগ করেননি।

চরফরাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, “গতকাল থেকে প্রশাসন ও সাংবাদিকদের ফোন পেয়েছি। আমি প্রতিটি ওয়ার্ড মেম্বারকে জানিয়েছি। কেউ এমদাদুল হককে শনাক্ত করতে পারেনি। আমাদের এলাকার এমন কেউ দক্ষিণ আফ্রিকায় নেই বলেই জানা যাচ্ছে। তবুও আরও অনুসন্ধান চলছে।

এদিকে, জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধনের অনলাইন ডাটাবেজ যাচাই করে দেখা গেছে, এমদাদুল হকের স্থায়ী ঠিকানা আসলে ঢাকার কাফরুল থানার শেওড়াপাড়া এলাকায়।



banner close
banner close