মঙ্গলবার

২৩ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

প্রবাসী পরিবারের উপর হামলা, মিথ্যা মামলায় কারাবন্দি এসএসসি পরীক্ষার্থী সাহেল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ জুন, ২০২৫ ২০:১১

শেয়ার

প্রবাসী পরিবারের উপর হামলা, মিথ্যা মামলায় কারাবন্দি এসএসসি পরীক্ষার্থী সাহেল
ছবি: সংগৃহীত

‎মৌলভীবাজার জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রবাসী পরিবারের উপর একের পর এক হামলা, হুমকি এবং মিথ্যা মামলার অভিযোগ উঠেছে মৌলভী বাজার জাগৎসীর ৮নং কণকপুর ইউনিয়নের নাগড়া গ্রামের বাসিন্দা মাহফুজুর রহমান মোবারকের বিরুদ্ধে।

এলাকাবাসীর জানান, পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিশোধপরায়ণ হয়ে ষড়যন্ত্রমূলকভাবে চাচা-চাচি মিলে এসএসসি পরীক্ষার্থী সাহেল ইসলাম সোহান ও তার পরিবারকে একটি সাজানো মামলায় জড়িয়ে ফেলে। এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।

‎ভুক্তভোগী হালিমা ইসলাম জানান, তার স্বামী একজন সৌদি প্রবাসী। তাদের একমাত্র ছেলে সাহেল ইসলাম সোহান ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী। তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের ৯ অক্টোবর মাহফুজুর রহমান মোবারক ভাড়াটে সন্ত্রাসী দ্বারা তার ছেলের উপর অতর্কিতে হামলা চালায়, যাতে সে গুরুতর আহত হয়ে একটি দাঁত হারায়। এ ঘটনায় মৌলভীবাজার সদর মডেল থানায় কিশোরগ্যাং লিডার তামিম, শাহীনসহ হামলাকারীদের আসামি করে মামলা দায়ের করা হয়।

‎তবে মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর পার্থ রঞ্জন চক্রবর্তীর কার্যত নিষ্ক্রিয়তায় দীর্ঘ ছয় মাসেও কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। এলাকায় কিশোরগ্যাং নামে পরিচিত ঐসকল সন্ত্রাসীরা মুক্তভাবে ঘোরাফেরা করছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সাহেল ও তার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

‎পরবর্তীতে চলতি এসএসসি পরীক্ষার সময়ে, ১২ এপ্রিল ২০২৫ মাহফুজুর রহমান মোবারক তার সহযোগী মাসুক, কাইয়ুম, কামাল, ইকবাল ও সোয়েবকে সাথে নিয়ে ওই পরিবারের বাড়িতে হামলা চালায়। হালিমা ইসলাম ও তার কন্যা ছাবিলা ইসলাম শারীরিকভাবে লাঞ্ছিত হন এবং ঘরে ভাঙচুর চালানো হয়। সাহেল ইসলাম প্রাইভেট পড়ে বাড়ি ফিরলে তাকেও কাঠের টেবিল দিয়ে আঘাত করা হয়।

‎আত্মরক্ষার সময় অভিযুক্ত মোবারকের চোখে সামান্য আঘাত লাগলে, সেটিকে কেন্দ্র করে সামছুল ইসলাম, তার স্ত্রী হালিমা ইসলাম ও ছেলে সাহেল ইসলাম সোহানের বিরুদ্ধে মোবারকের স্ত্রী রত্না বেগম বাদী হয়ে ১৪ এপ্রিল ২০২৫ তারিখে মৌলভীবাজার মডেল থানায় একটি মামলা দায়ের করে। বিচারক শিশু আদালত ১৬ ও ১৭ এপ্রিল ২০২৫ তারিখে ঘটনাপ্রবাহের পরিপ্রেক্ষিতে মা হালিমা ইসলাম ও ছেলে সোহানের জামিন মঞ্জুর করেন।

‎পরবর্তীতে নিরাপত্তার অভাবে হালিমা ইসলাম তার সন্তানদের নিয়ে ২-৩ দিনের জন্য এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিলে প্রতিপক্ষ তাদের বাড়িতে তালা ঝুলিয়ে দেয়। থানায় একাধিক অভিযোগ দিয়েও কোনো কার্যকর সহায়তা পাননি।

‎সবশেষে, সাহেল ইসলামের বিরুদ্ধে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে জামিন বাতিলের আবেদন করা হয় এবং তদন্ত কর্মকর্তা এসআই মনোজ কুমার সরকার মনগড়া প্রতিবেদন প্রদান করলে, আদালত ২৬ মে ২০২৫ তারিখে তার জামিন বাতিল করে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন।

‎বর্তমানে সাহেল ইসলাম কারাগারে, আর মা হালিমা ইসলাম তার কন্যা ছাবিলাকে নিয়ে আত্মীয়দের বাড়িতে আশ্রয় নিয়েছেন।

‎এদিকে প্রশাসনের কাছে তার পরিবারের নিরাপত্তা, ঘরের তালা খুলে বসবাসের অধিকার এবং মামলাগুলোর সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন হালিমা ইসলাম।



banner close
banner close