মঙ্গলবার

২৩ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

পিরোজপুরে বেইলি ব্রিজ ভেঙে কয়লা বোঝাই ট্রাক খালে, বিচ্ছিন্ন যোগাযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ জুন, ২০২৫ ১০:৩৭

শেয়ার

পিরোজপুরে বেইলি ব্রিজ ভেঙে কয়লা বোঝাই ট্রাক খালে, বিচ্ছিন্ন যোগাযোগ
ছবি: সংগৃহীত

পিরোজপুরের ইন্দুরকানীতে বেইলি ব্রিজ ভেঙে কয়লা বোঝাই একটি ট্রাক খালে পড়ে গেছে। এতে ইন্দরকানী উপজেলার কলারন-সন্ন্যাসী বাগেরহাটের মোরেলগঞ্জ-মোংলা-শরণখোলাসহ বেশ কয়েকটি রুটের সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার ভোর ৪টার দিকে কলারন-সন্ন্যাসী-মোড়লগঞ্জ-পিরোজপুর সড়কের চন্ডিপুর মালবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে চালক ও তার সহকারী পলাতক।

ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ভোর ৪টার দিকে প্রায় ২৭ টন কয়লা বোঝাই একটি ট্রাক পারাপারের সময় বেইলি ব্রিজটি ভেঙে যায়। ব্রিজটি ভেঙে পড়ায় ইন্দুরকানীর কলারন-সন্ন্যাসী হয়ে মোড়েলগঞ্জ আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধসহ দুর্ভোগে রয়েছে কয়েক হাজার মানুষ। বর্তমানে সব যোগাযোগ বন্ধ রয়েছে।

স্থানীয়রা জানান, ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর মালবাড়ীর এলাকার এ ব্রিজটি অনেকটা দুর্বল। পাঁচ টনের বেশি যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও অতিরিক্ত কয়লা ভর্তি ট্রাক সেতুতে ওঠার পরই ভার বহন করতে না পারায় সেতু ভেঙে পড়ে।

ট্রাকটি বর্তমানে ব্রিজসহ খালে পড়ে রয়েছে।



banner close
banner close