মঙ্গলবার

২৩ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

সিংগাইরে সাংবাদিক মাসুম বাদশাহকে হামলাকারী মূলহোতা সালাম কারাগারে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ জুন, ২০২৫ ২০:০১

আপডেট: ১৯ জুন, ২০২৫ ২০:০২

শেয়ার

সিংগাইরে সাংবাদিক মাসুম বাদশাহকে হামলাকারী মূলহোতা সালাম কারাগারে
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি ও দৈনিক ফুলকি পত্রিকার স্টাফ রিপোর্টার মাসুম বাদশাহ'র ওপর হামলার প্রধান আাসামী ইয়াবা সালামের জামিন না’মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। আটক হওয়া সালাম উপজেলার মধ্য ধল্লা গ্রামের মৃত নিজামুদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মানিকগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ লিয়াকত আলী মোল্লার আদালত শুনানি শেষে আসামি ইয়াবা সালামের জামিন না’মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সংবাদ প্রকাশের জেরে গত ১৫ এপ্রিল সকাল পৌনে ১০ টাকার দিকে উপজেলার ধল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয় মাঠের পশ্চিম পাশে পল্লী উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থা অফিসের বারান্দায় ইয়াবা সালামের নেতৃত্বে সাংবাদিক মাসুম বাদশাহর ওপর হামলা করা হয়। এ সময় তার অন্য সহযোগী ইয়াবা হুমায়ুন, আনোয়ার, জিসান ও ওয়াজুদ্দিনসহ অজ্ঞাত ৮-১০ জন সাংবাদিকের বাম হাত ভেঙে দেয়। সেই সাথে শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। আহত সাংবাদিক মাসুম বাদশাহ ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসা নেন। পরদিন তিনি বাদী হয়ে মামলা দায়ের করেন।

এদিকে, গত ১৯ এপ্রিল ৩ টার দিকে সাংবাদিকের দায়ের করা মামলার এজাহারভুক্ত ২নং আসামি ইয়াবা হুমায়ূনকে গ্রেপ্তার করতে গিয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই পার্থ শেখর ঘোষসহ ৩ পুলিশ সদস্য আসামিদের হামলায় আহত হন। পরে পুলিশ বাদী হয়ে আরো একটি মামলা দায়ের করেন।

অন্যদিকে, সাংবাদিক মাসুম বাদশাহর দায়ের করা মামলাইয় আসামিরা হাইকোর্ট থেকে গত ২৫ মে চার সপ্তাহের জন্য অগ্রিম জামিন নেয়। হাইকোর্ট বেঞ্চের দেয়া নির্দেশ মোতাবেক মেয়াদ শেষ হওয়ায় বৃহস্পতিবার জেলা দায়রা জজের আদালতে মামলার ১ নং আসামি ইয়াবা সালাম জামিনের আবেদন করলে বিচারক জামিন না’মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।



banner close
banner close