মঙ্গলবার

২৩ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

চুয়াডাঙ্গায় অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ১৯ জুন, ২০২৫ ১৯:৫২

শেয়ার

চুয়াডাঙ্গায় অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

চুয়াডাঙ্গায় পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ নাজমুল আরেফিন কিরণ নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে। তিনি জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক।

বৃহস্পতিবার ভোরে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত নাজমুল আরেফিন কিরণ শহরের গুলশানপাড়ার মৃত জিন্নাত আলীর ছেলে।

চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে নাজমুল আরেফিন কিরণের গুলশানপাড়ার বাড়ি থেকে অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনী।

অভিযানে তার বাড়ির বিভিন্ন স্থান থেকে একটি থ্রি নট থ্রি রাইফেলের বডি (অংশ বিশেষ), ১৭টি দেশীয় অস্ত্র, ৩টি চাপাতি, ৬টি বড় ছুরি, ৩টি রামদা, ৬টি তরবারি, একটি ল্যাপটপ ও একটি মোবাইলফোন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, ‘গ্রেপ্তার নাজমুলকে আদালতে সোপর্দ করা হবে।’



banner close
banner close