শনিবার

১৩ ডিসেম্বর, ২০২৫ ২৯ অগ্রহায়ণ, ১৪৩২

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ: ১জন নিহত

মাগুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৩ জুন, ২০২৫ ১৯:০৪

শেয়ার

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ: ১জন নিহত
ছবি:প্রতীকী

মাগুরার মোহাম্মদপুর সড়কের ধলহরা চাঁদপুর এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে লাল মোল্লা (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি মোহাম্মদপুর উপজেলার বিনোদপুর গ্রামের মৃত জলিল মোল্লার ছেলে।

শুক্রবার বিকেলের এ দুর্ঘটনায় আহত হয়েছেন ফুল মিয়া (৪৫) নামে আরেক আরোহী।

স্থানীয়রা জানান, নিহত লাল মিয়া পেশায় একজন বাবুর্চি। বাবুর্চির কাজে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে বের হয়ে মাগুরায় যাওয়ার পথে ধলহারা চাঁদপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হয়। এতে দুজনেই গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক লাল মোল্লাকে মৃত ঘোষণা করেন।

দূর্ঘটনায় অপর আহত ব্যক্তি ফুল মিয়াকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।



banner close
banner close