মঙ্গলবার

২৩ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা: ২ জন নিহত

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৩ জুন, ২০২৫ ১৮:০৮

আপডেট: ১৩ জুন, ২০২৫ ১৮:২৫

শেয়ার

দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা: ২ জন নিহত
ছবি:সংগ্রহীত

মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পট্রাকের পিছনে মোটরসাইকেলের ধাক্কায় চট্টগ্রামের সাতকানিয়ায় দুই বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (১৩ জুন) উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মৌলভীর দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাফি চৌধুরী চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন বাদামতল বহদ্দারহাট এলাকার নাজিম উদ্দিন লিটনের ছেলে ও বাপ্পি একই এলাকার বাবুলের ছেলে।

জানা যায়, নিহত রাফি, বাপ্পি এবং তাদের আরও কয়েকজন বন্ধুসহ শুক্রবার সকাল ৬টার দিকে মোটরসাইকেলে বান্দরবানের উদ্দেশ্যে রওনা দেন। নিহত দুইজন একটি মোটরসাইকেলে ছিলেন। সাতকানিয়ার মৌলভীর দোকানের সামনে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পট্রাকের পেছনে ধাক্কা দেন। এতে দুজনই গুরুতর আহত হন। পরে অন্য বন্ধুরা স্থানীয়দের সহযোগিতায় রাফিকে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই সময়ে বাপ্পিকে কেরানিহাটের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

আইনি প্রক্রিয়া শেষে নিহত দুইজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম।



banner close
banner close