মঙ্গলবার

২৩ ডিসেম্বর, ২০২৫ ৮ পৌষ, ১৪৩২

নড়িয়ায় পূর্ব শত্রুতার জেরে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩ জুন, ২০২৫ ১৭:০৯

আপডেট: ১৩ জুন, ২০২৫ ১৭:১০

শেয়ার

নড়িয়ায় পূর্ব শত্রুতার জেরে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ
ছবি:বাংলা এডিশন

শরীয়তপুরের নড়িয়ায় পূর্ব শত্রুতার জেরে আবু সিদ্দিক ঢালী (৫৫) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৩ জুন) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে বৃহস্পতিবার (১২ জুন) রাত ১০টার দিকে বাড়ি ফেরার পথে চান্দনী ছৈয়ালের সামনে থেকে তার ওপর হামলা হয়।

নিহত আবু সিদ্দিক ঢালী উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের চান্দনী এলাকার সফিজদ্দির ঢালীর ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আবু সিদ্দিক ঢালী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার ছোট ভাই জুলহাস ঢালী ভোজেশ্বর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড যুবদল সভাপতি। এলাকায় তার সঙ্গে মিন্টু ছৈয়াল নামে এক ব্যক্তির বিরোধ চলছিল। মিন্টু ছৈয়াল পূর্ব শত্রুতার জেরে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করেছে।

নিহতের ভাই যুবদল নেতা জুলহাস ঢালী বলেন, আমার ভাই কোনো অপরাধ করেনি। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এ হত্যাকাণ্ডের বিচার চাই।

এ ব্যাপারে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ বলেন, খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



banner close
banner close