মঙ্গলবার

২৩ ডিসেম্বর, ২০২৫ ৮ পৌষ, ১৪৩২

আত্মসম্মান বাঁচাতে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০ জুন, ২০২৫ ২০:৫৯

শেয়ার

আত্মসম্মান বাঁচাতে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা
ছবি:সংগ্রহীত

মানিকগঞ্জের সিংগাইরে শাকিল আহমেদ (২৪) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে তার পরিবার। আত্মহত্যার আগে শাকিল তার ফেসবুক পোস্টে লিখেন, ‘আত্মহত্যা মহাপাপ আমি জানি। আমি অনেক পাপ করেছি, আজ আর একটা শেষ পাপের জন্য প্রস্তুত হচ্ছি।’

মঙ্গলবার (১০ জুন) সকালে উপজেলার জামশা ইউনিয়নে দক্ষিণ জামশা গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শাকিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থী ও দক্ষিণ জামশা গ্রামের নাসিরুদ্দিন আহমেদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় আট মাস আগে নিজের ব্যবহৃত ফেসবুক আইডি থেকে হজরত মুহাম্মদ (সা.) এবং তার স্ত্রীদের নিয়ে কটূক্তিমূলক কমেন্ট করেন। এক সময় নিজের ভুল বুঝতে পেরে তিনি কমেন্টটি কেটে দেন। সম্প্রতি ওই কমেন্ট ফেসবুকে নতুন করে ভাইরাল হয়। এ নিয়ে ফেসবুকে শাকিলকে নিয়ে বিভিন্ন ব্যক্তি হুমকি-ধামকি দেন।

নিহত শাকিলের পরিবার জানায়, গতকাল সোমবার রাতে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকার মানুষজন বাড়িতে গিয়ে শাকিলকে ও তার পরিবারকে হুমকি-ধামকি দেন। এর পর গতকাল রাতে নিজ ঘরের ভেতর গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে শাকিল।

আত্মহত্যার আগে গতকাল সোমবার রাতে ফেসবুকে চারটি পোস্ট দিয়েছিলেন শাকিল। সর্বশেষ পোস্টে তিনি লেখেন, ‘আমি নাস্তিক নই, গ্রামের সবাই আমাকে নাস্তিক বলছে। আমি জানি আর আমার আল্লাহ জানে, আমি নবী মুহাম্মদকে কোনো কটূক্তি করিনি। আমাকে নিয়ে আমার বাবা অনেক গর্ব করত, গ্রামের সবাই আমাকে অনেক সম্মান করত। আজ আমি আমার নিজের আপন মানুষের কাছে আমার সম্মান হারিয়েছি। আগামীকাল আমার বাবাকে সবাই গালি দেবে, আমার মাকে সবাই অসম্মান করবে, এই লজ্জা আমি কখনো সহ্য করতে পারব না। একটা ছেলে হয়ে নিজের বাবা–মায়ের মানসম্মান আমি এভাবে নষ্ট করে দুনিয়ায় বেঁচে থাকতে পারব না। কোনো দিন আমি গ্রামে মাথা তুলে চলতে পারব না। আত্মহত্যা মহাপাপ আমি জানি। আমি অনেক পাপ করেছি, আজ আর একটা শেষ পাপের জন্য প্রস্তুত হচ্ছি।’

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম কালবেলাকে বলেন, সকালে বাড়ি থেকে ওই শিক্ষার্থীদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।



banner close
banner close