সিরাজগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে রাতেই সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সোমবার (৯ জুন) সন্ধ্যায় সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়নের পাইকপাড়া ঠাকুরটেক এলাকায় ফরহাদ নামের এক ব্যক্তির বসতবাড়িতে এ হামলার ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
অভিযোগে বলা হয়, পাইকপাড়া ঠাকুরটেক এলাকার বালু ব্যবসায়ী আব্দুল মান্নান স্থানীয় তালিম নামের এক ব্যক্তির কাছে ৮ হাজার ৫০০ টাকা পাওনা ছিল। দীর্ঘদিন পর মুন্তা হাজির দোকানের সামনে তালিমের সঙ্গে দেখা হলে মান্নান তার পাওনা টাকা দাবি করেন। এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়।
পরে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তালিম, তার ভাই নিরলবসহ প্রায় ২৫০-৩০০ জন মিলে ফরহাদের বাড়িতে হামলা চালায়। অভিযুক্তদের মধ্যে রয়েছেন—নুর আলম (৪০), সাবেক ইউপি সদস্য হযরত মেম্বার (৪৫), পলাশ (৫০), অয়ন ইসলাম (৩০), মোখলেছ, নিরলব (২৭), সজিব, সোহেলসহ আরও অনেকে।
হামলাকারীরা বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি ফরহাদ ও তার স্ত্রীকে মারধর করে। এছাড়াও বাড়িতে থাকা নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, মূল্যবান আসবাবপত্র ও দুটি মোটরসাইকেল লুট করে নিয়ে যায় বলে অভিযোগসূত্রে জানা যায়।
ভুক্তভোগী আব্দুল মান্নান বলেন, “হঠাৎ করে একদল লোক আমার বাড়িতে হামলা চালায়। আমার ছেলেকে বেঁধে মারধর করে। ঈদের আগে গরু বিক্রির ৫ লাখ টাকা এবং ব্যবসার ৬-৭ লাখ টাকাসহ প্রায় ১২ লাখ টাকা লুটে নেয়। তারা ৬ ভরি স্বর্ণালঙ্কার, ৭ ভরি রূপা ও দুটি মোটরসাইকেল নিয়ে যায়। এছাড়াও ঘরের স্টিলের গেট, দরজা-জানালা, ফ্রিজ, এসি, পানির মোটর, টিভি, ওয়ারড্রোব, চালের টিনসহ সব আসবাবপত্র ভেঙে তছনছ করে দেয়।”
আরও পড়ুন:








