মঙ্গলবার

২৩ ডিসেম্বর, ২০২৫ ৮ পৌষ, ১৪৩২

সিলেটে কমছে নদ-নদীর পানি, কমেছে বন্যার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ জুন, ২০২৫ ১৪:৩০

শেয়ার

সিলেটে কমছে নদ-নদীর পানি, কমেছে বন্যার আশঙ্কা
ছবি: সংগৃহীত

সিলেটে বিভিন্ন নদ-নদীর পানির উচ্চতা ধীরে ধীরে কমতে শুরু করেছে। যা বন্যার আশঙ্কা অনেকটাই কমিয়ে দিয়েছে। পাহাড়ি ঢল ও উজানের ভারি বৃষ্টিপাত না হওয়ায় পানি উন্নয়ন বোর্ডের পর্যবেক্ষণ অনুযায়ী অধিকাংশ নদীর পানি বিপৎসীমার নিচে নেমে এসেছে।

সোমবার সকাল ৯টার হিসাব অনুযায়ী, সুরমা, কুশিয়ারা, সারি, ডাউকি, সারিগোয়াইন ও ধলাই নদীর বিভিন্ন পয়েন্টে পানি ৮ জুন সন্ধ্যার তুলনায় আরও কমে গেছে।

কানাইঘাটে সুরমা নদীর পানি ৮ জুন সন্ধ্যা ৬টায় ছিল ১২ দশমিক ৫৯ মিটার, যা ৯ জুন সকালে কমে দাড়ায় ১২ দশমিক ৩৮ মিটার। যেখানে বিপৎসীমার উচ্চতা ১২ দশমিক ৭৫ মিটার। অর্থাৎ পানি এখন বিপৎসীমার নিচে রয়েছে।

সিলেট শহরের সুরমা পয়েন্টে পানি ৯ দশমিমক ৯৫ মিটার থেকে কমে ৯ দশমিক ৮১ মিটারে নেমেছে, যেখানে বিপৎসীমার উচ্চতা ১০ দশমিক ৮০ মিটার। পানি বিপৎসীমার নিচে রয়েছে। কুশিয়ারা নদীর আমলসিদ পয়েন্টে পানি ১৫ দশমিক ২৯ থেকে কমে দাড়িয়েছে ১৪ দশমিক ৯৯ মিটারে। বিপৎসীমার উচ্চতা ১৫ দশমিক ৪০ মিটার। পানি বিপৎসীমার নিচে আছে।

শেওলা পয়েন্টে কুশিয়ারার পানি ১২ দশমিক ৬০ থেকে কমে ১২ দশমিক ৪৬ মিটার হয়েছে। বিপৎসীমার উচ্চতা ১৩ দশমিক ০৫ মিটার। পানি বিপৎসীমার নিচে রয়েছে।



banner close
banner close