ফেনীর পরশুরামে নদীতে চামড়া ফেলে পরিবেশ দূষণের অভিযোগে শুক্কুর আলী নামে এক মৌসুমি চামড়া ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রোববার রাতে উপজেলার মালিপাথর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাকে আটক করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউএনও আরিফুর রহমান।
আটক শুক্কুর আলী উপজেলার মালিপাথর গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে।
জানা গেছে, শুক্কুর আলী কুরবানির ঈদের দিন গ্রামে ঘুরে ঘুরে ৫০০ থেকে ৬০০ টাকা দরে বেশ কিছু চামড়া কেনেন। পরে ন্যায্য দাম না পাওয়ায় রোববার সকালে চামড়াগুলো পরশুরামের সিলোনিয়া নদীতে ফেলে দেন। যার একটি দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।
ছড়িয়ে পড়া ভিডিওতে শুক্কুর আলীকে বলতে শোনা যায়, এর আগে গরু কিনে এক গরুতে ৩০ হাজার টাকা লস খেয়েছি। এবারো চামড়া কিনতে গিয়ে বলা হলো গরিবের হক ৮০০, ৯০০ ও ১ হাজার টাকা পাবো। কিন্তু বাজারে গিয়ে দেখি, কেউ ১০ টাকাও মূল্য দিচ্ছে না। তাই সিলোনিয়া নদীতে চামড়াগুলো ফেলে দিচ্ছি।
পরশুরাম উপজেলার নির্বাহী কর্মকর্তা, ‘ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান বলেন, ‘পশুর চামড়া নদীতে ফেলে পরিবেশ দূষণ ও সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে।’
এ ব্যাপারে পরশুরাম মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মাকসুদ আহমেদ বলেন, ‘অভিযুক্তের নদীতে চামড়া ফেলে দেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটি পর্যালোচনা করে তাকে আটক করা হয়েছে।’
আরও পড়ুন:








