শনিবার

১৩ ডিসেম্বর, ২০২৫ ২৯ অগ্রহায়ণ, ১৪৩২

পর্যটক ও স্থানীয়দের পদভারে মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকত

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ৮ জুন, ২০২৫ ১৮:৪৫

শেয়ার

পর্যটক ও স্থানীয়দের পদভারে মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকত
কোলাজ: বাংলা এডিশন

ঈদুল আজহার ছুটিতে কক্সবাজারে লাখো পর্যটকের ঢল নেমেছে। পাঁচ শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট, গেস্ট হাউজ ও কটেজের প্রায় সবগুলোই বুকিং হয়ে গেছে। বিশেষ করে রোববার সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা কক্সবাজারে আসা শুরু করেছেন।

তারা সাগরের নীল জলরাশি ও বিস্তৃত বালিয়াড়ি সৈকতে পরিবার নিয়ে ঘুরছেন। সৈকতে বসানো কিটকটগুলোও পুরোপুরি ভর্তি।

ঈদের ১০ দিনের ছুটিতে পর্যটকদের সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছেন কক্সবাজার হোটেল-মোটেল গেস্ট হাউজ মালিক সমিতির সভাপতি আবুল কাসেম সিকদার

সৈকতে পর্যটকদের সেবা ও নিরাপত্তায় নিয়োজিত মাহবুব আলম বলেছেন, ‘সকাল থেকে লাখো পর্যটক কক্সবাজারে আসছেন। লাবনী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট ও কলাতলীতে পর্যটকের ঢল নেমেছে।’

নিরাপত্তা বিষয়ক সি সেফ লাইফ গার্ডের ইনচার্জ জয়নাল আবেদীন ভুট্টু জানান, ‘সমুদ্র সৈকত উত্তাল থাকায় নিরাপদ গোসলের স্থানগুলো হলুদ পতাকা দিয়ে চিহ্নিত এবং বিপজ্জনক স্থানগুলো লাল পতাকা দিয়ে চিহ্নিত করা হয়েছে। অনেক পর্যটক নিয়ম মানছে না, যা আমাদের জন্য চ্যালেঞ্জ।’



banner close
banner close