মঙ্গলবার

২৩ ডিসেম্বর, ২০২৫ ৮ পৌষ, ১৪৩২

চট্টগ্রামের মীরসরাইয়ে গভীর রাতে কলোনিতে আগুনে প্রাণ গেলো যুবকের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ জুন, ২০২৫ ১৩:০৫

শেয়ার

চট্টগ্রামের মীরসরাইয়ে গভীর রাতে কলোনিতে আগুনে প্রাণ গেলো যুবকের
প্রতীকী ছবি।

চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারৈয়ারহাট পৌরসভায় গভীর রাতে কলোনিতে অগ্নিকাণ্ডে জয়নাল আবেদীন নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার দিবাগত রাত তিনটার দিকে বারৈয়ারহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।

জয়নাল আবেদীন খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার বাচ্চু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে সিরাজুল হকের মালিকানাধীন দোকান ও কলোনিতে।

আগুনের ধোঁয়ায় শ্বাস নিতে না পেরে জয়নাল আবেদীন অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।



banner close
banner close