লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা বাজার সংলগ্ন বড়খাতা উচ্চ বিদ্যালয়ের পার্শ্ব থেকে বড়খাতা ডিগ্রী কলেজ গেট পর্যন্ত প্রায় অর্ধ কিলোমিটার সড়কটির বেহাল দশা।
বড়খাতা বাজার হয়ে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের একমাত্র সংযোগ স্থাপনের সড়ক এটি। তাই গুরুত্বপূর্ণ এ সড়কটি দ্রুত সংস্কারের দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা।
সোমবার দুপুরে সরেজমিনে গিয়ে জানা যায়, নিম্নমানের কাজ ও সংস্কারের অভাবে সংযোগ সড়কটির কার্পেটিংয়ের দুইধার ভেঙে খানাখন্দের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টির পানিতে রাস্তাটি কাদা পানিতে সয়লাব। বর্ষা মৌসুমের বেশিরভাগ সময় সামান্য বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে একাকার হয়ে যায়। ইউনিয়নের গুরুত্বপূর্ণ এবং ৮ টি শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের একমাত্র রাস্তাটি সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পরে আছে। রাস্তাটি ছোট বড় গর্তের কারনে গাড়ি চলাচলের সময় গর্তে পরে নানা রকম দূর্ঘটনার শিকার হচ্ছে।
বড়খাতা ডিগ্রী কলেজের শিক্ষার্থী শাপলা, চুমকি, স্নিগ্ধা, নাজমুল বলেন, ‘এই রাস্তা দিয়ে যেতে হয় ৮ টি শিক্ষা প্রতিষ্ঠানে। বড়খাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়খাতা উচ্চ বিদ্যালয়, বড়খাতা বালিকা বিদ্যালয়, বড়খাতা কলেজ, ফকির পাড়া মহিলা কলেজ, বড়খাতা বিএম কলেজ, নিউক্লিয়াস স্কুল এন্ড কলেজ, আকবর হোসেন কিন্ডারগার্টেন। রাস্তাটি চলাচলের অনুপযোগী, দ্রুত মেরামত করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অনুরোধ করছি।’
স্থানীয় বিএনপির নেতা আব্দুর রহমান জানান, ‘এই সংযোগ সড়কটির দুই পাশে রয়েছে স্কুল, কলেজ সহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান। ফলে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ হাজার হাজার মানুষ রাস্তায় জমে থাকা কাদা পানির উপর দিয়ে যাতায়াত করে। রাস্তাটি ভাঙাচুরা থাকার কারনে অনেকেই দূর্ঘটনার শিকার হচ্ছেন। দুর্ভোগ নিরসনে রাস্তাটি দ্রুত সংস্কার প্রয়োজন।’
বড়খাতা ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে রাস্তাটির বেহাল অবস্থা। রাস্তাটি দিয়ে আমরা বড়খাতা ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরাও চলাচল করি। রাস্তাটির নিম্নমানের কাজ হওয়ায় দ্রুত নষ্ট হয়ে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত সংস্কারের দাবি জানাবো।’
আরও পড়ুন:








