মঙ্গলবার

২৩ ডিসেম্বর, ২০২৫ ৮ পৌষ, ১৪৩২

হরিরামপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ,  নিহত ১

হরিরামপুর,মানিকগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত: ৩১ মে, ২০২৫ ১৩:০৯

শেয়ার

হরিরামপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ,  নিহত ১
নিহত দীপক দেবনাথ।

মানিকগঞ্জের হরিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দীপক দেবনাথ (২১) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। ৩০ মে (শুক্রবার) সন্ধ্যার দিকে হরিরামপুর - বালিরটেক আঞ্চলিক সড়কের বলড়া ইউনিয়নের আমিন ব্রিকস সংলগ্ন পিপুলিয়া ব্রিজের ঢালে দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে উপজেলা থেকে বলড়াগামী এবং বলড়া থেকে হরিরামপুর গামী আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে তিনজন আহত হয়। আহতরা হলেন, চালা ইউনিয়নের রাজরা (লাউতা) গ্রামের দীলিপ দেবনাথের ছেলে দীপক (২১) দেবনাথ, বলড়া ইউনিয়নের আদাসুরি গ্রামের জলিলের ছেলে আব্দুল্লাহ (২৪), দেলোয়ারের ছেলে সিয়াম (১৯)

স্থানীয়রা উদ্ধার করে তাদের হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠায়। জরুরি বিভাগের চিকিৎসক দীপকের অবস্থা গুরুতর হলে তাকে মানিকগঞ্জে রেফার করেন। স্বজনরা তাকে হরিরামপুর হাসপাতাল থেকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে রাতেই চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

স্থানীয় ফয়সাল নামের এক যুবক সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন, "বলড়া ইউনিয়নের পিপুলিয়া এলাকার আমিন ব্রিকস এর পাশ থেকে একটি চক্র মাটি বিক্রি করছে। সেই মাটি বহনকারী গাড়ি চলাচলে ভাটায় প্রবেশ মুখ সহ আশপাশে সড়কে কয়েকদিনের বৃষ্টিতে কাঁদায় সড়ক পিচ্ছিল হয়ে যায়। যার কারণে সড়কে চলাচল ঝুকিপূর্ণ।

দীপকের আত্মীয় রাজরা (লাউতা) গ্রামের সুব্রত জানান, ছেলেটি মেধাবি ছিল। ওর একটি এনজিওতে চাকুরি হয়েছে। ফিল্ড কাজ করবে তাই কয়েক মাস আগে মোটরসাইকেল চালানো শিখেছে। ৮০ সিসির ছোট মোটরসাইকেল চালিয়ে বলড়া যাচ্ছিলো উল্টো দিক থেকে দ্রুত গতির মোটরসাইকেল এসে সরাসরি আঘাত করলে সংঘর্ষে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। ছেলেটাকে ওর চাচারা লেখাপড়ায় সহায়তা করেছে, নিজের ছেলের মতো পালন করেছে। ওর বাবা লাউতা বাজারে ছোট্ট একটি রুটির দোকান করে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুমিন খান জানান, সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে। আইনগত ব্যবস্থা অব্যাহত রয়েছে



banner close
banner close