মাদারীপুরে কুম্ভমেলায় জুয়াড়িদের সাথে পুলিশের মারামারির ঘটনা ঘটেছে। এ সময় জুয়াড়িরা পুলিশের ৩০ রাউন্ড গুলি ছিনতাই করে নিয়ে গেছে।
এ ঘটনায় মেহেদি হাসান ও জুবায়ের হাসান নামে দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার রাজৈরের কদমবাড়িতে গণেশ পাগলের কুম্ভমেলায় এ ঘটনা ঘটে। ওই দুই পুলিশ সদস্য মাদারীপুর পুলিশ লাইনস-এ কর্মরত।
স্থানীয়রা জানায়, বুধবার সকাল থেকে আনুষ্ঠানিকভাবে রাজৈর উপজেলার কদমবাড়িতে প্রায় ১২৫ বছরের পুরনো ঐতিহ্যবাহী গনেশ পাগলের কুম্ভমেলা শুরু হয়। প্রতিবছর এ মেলায় একটি অসাধু চক্র জুয়া ও মাদকের আড্ডাখানায় পরিণত করে। এসব চক্র প্রতিরোধে দৃশ্যমান কোনো কার্যক্রম নেই প্রশাসনের।
স্থানীয়রা আরও জানায়, বৃহস্পতিবার ভোররাতে সাদা পোশাকে মেলার মাঠের জুয়ার আসরে যান কনস্টেবল মেহেদি হাসান ও জুবায়ের হাসান। বিষয়টি টের পেলে একপর্যায়ে জুয়াড়িদের সাথে পুলিশের মারামারি হয়। পরে জুয়াড়িরা পুলিশ সদস্য মেহেদি হাসানের সাথে থাকা শর্টগানের ৩০ রাউন্ড গুলি নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে কদমবাড়ি গণেশ পাগল সেবাশ্রমের সভাপতি মিরণ বিশ্বাস বলেন, ‘জুয়ার আসর বসার ব্যাপারে কমিটি কিছু জানে না। আমরা যতবার জেনেছি পুলিশের মাধ্যমে তা ভেঙে দিয়েছি।’
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ‘বৃহস্পতিবার ভোররাতের ঘটনায় দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।’
আরও পড়ুন:








