মঙ্গলবার

২৩ ডিসেম্বর, ২০২৫ ৮ পৌষ, ১৪৩২

মানিকগঞ্জে কৃষিপ্রতিবেশবিদ্যা, জলবায়ু ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জ. ই. আকাশ

প্রকাশিত: ২৯ মে, ২০২৫ ২০:১৪

শেয়ার

মানিকগঞ্জে কৃষিপ্রতিবেশবিদ্যা, জলবায়ু ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
বাংলা এডিশন

মানিকগঞ্জ ঘিওর বেসরকারী গবেষণা ধর্মী প্রতিষ্ঠান বারসিক’র সহযোগিতায় কৃষিপ্রতিবেশবিদ্যা, জলবায়ু ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

২৯ মে (বৃহস্পতিবার) উপজেলা নালী ইউনিয়নে রামদিয়া গ্রামে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে আলোর পথ সংগঠনের সদস্যসহ নালী, ধলাই ও কুন্দুরিয়া গ্রামের ২৮ জন যুব ও কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে পরিবেশ-প্রতিবেশ এর মধ্যে সকল উদ্ভিদ ও প্রাণীকে টিকিয়ে রাখতে কৃষি প্রতিবিদ্যার গুরুত্ব, নিরাপদ খাদ্য উ’ৎপাদনে স্থানীয় মানুষের জ্ঞান অভিজ্ঞতাকে কৃষি কাজে লাগানো, স্থানীয় বীজের ব্যবহার ও সংরক্ষন বিষয়ে ধারনা প্রদান। মাটির স্বাস্থ্য রক্ষায় জৈব সারের ব্যবহার। জলবায়ু ন্যায্যতায় ক্ষতিগ্রস্থ কৃষকের দাবী নিয়ে যুবকদের করনীয় এবং খাদ্য সার্বভৌমত্ব বিষয়ে প্রশিক্ষণে অংশগ্রহনকারীদের ধারণা দেয়া হয়।

প্রশিক্ষণে সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন, রামদিয়া গ্রামের মডেল শতবাড়ি/পুষ্টি বাড়ির কৃষক আকলিমা কেগম। বারসিক প্রোগ্রাম অফিসার সুবীর কুমার সরকার ও বারসিক গবেষণা সহকারী শ্যামায়েল হাসদা।

প্রশিক্ষন শেষে যুব কৃষকদের নিয়ে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি করা হয়। আহবায়ক মোঃ রাজিব হোসেন, সদস্য সচিব অঞ্জনা সরকার



banner close
banner close