মঙ্গলবার

২৩ ডিসেম্বর, ২০২৫ ৮ পৌষ, ১৪৩২

জলঢাকায় চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: ২৯ মে, ২০২৫ ১৯:২৮

শেয়ার

জলঢাকায় চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
ছবি : বাংলা এডিশন

নীলফামারীর জলঢাকায় এক ইউপি চেয়ারম্যানের ওপর হামলা ও তার নামে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে বিক্ষোভ এবং মানববন্ধন করেছে ইউনিয়নবাসী। এ মানববন্ধনে মামলা প্রত্যাহারেও দাবি জানানো হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার শৌলমারী ইউনিয়ন পরিষদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে ডাকালিগঞ্জ বাজার প্রদক্ষিণ শেষে মানববন্ধনে মিলিত হয়।এতে বক্তব্য রাখেন শৌলমারী ইউপি সদস্য নির্মল চন্দ্র রায়, গোলাম মোস্তফা খোকন, লঙ্কস চন্দ্র রায়, রশিদুল ইসলাম (২), আব্দুল হাই,মোস্তাফিজুর রহমান বুলু,এলাকাবাসী জাহিনুর রহমান,যাদু মিয়াসহ অনেকে।

ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তারা বলেন, শৌলমারী ইউপি সদস্য রশিদুল ইসলাম সরকার, এজহারুল হক, কাজী ফেমাস উদ্দিন কর্তৃক সম্প্রীতি ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান জামান হামলার শিকার হয়েছেন। চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে এবং তার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ইউনিয়নবাসীকে নিয়ে আজকে আমরা বিক্ষোভ ও মানববন্ধন করছি।



banner close
banner close