দিনাজপুরের বিরল সীমান্তে বাংলাদেশি সন্দেহে ১৩ জন নারী-পুরুষকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ। বৃহস্পতিবার ভোরে বাংলাদেশের অভ্যন্তরে বিজিবির সদস্যরা তাদের আটক করেছে।
আটক ব্যক্তিদের মধ্যে ১১ জন নারী ও ২ জন পুরুষ। তাদের মধ্যে সবাই ক্ষুধার্ত ও বেশ কয়েকজন অসুস্থ ছিল বলে জানায় বিজিবি।
বিজিবি-৪২ ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল আব্দুল্লাহ আল মুঈন জানান, সীমান্তে জড়ো করে গত বুধবার দিবাগত রাতে ভারতের গোবড়া বিল গেট দিয়ে ১৩ জন নারী-পুরুষকে বাংলাদেশের অভ্যন্তরে পুশইন করে বিএসএফ সদস্যরা। বৃহস্পতিবার ভোরে দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজৈন সীমান্তের কাড়ালিয়াপাড়া এলাকা থেকে বিজিবি সদস্যরা তাদের আটক করে এনায়েতপুর ক্যাম্পে নিয়ে আসে।
তিনি জানান, আটককৃতরা বাংলাদেশি নাগরিক কি-না, তা যাচাই বাছাই করা হচ্ছে। নিশ্চিত হওয়ার পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে আটককৃতদের কাছ থেকে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করছিলেন। গত একমাস আগে ভারতের পুলিশ তাদের বিভিন্ন স্থান থেকে আটক করে।
আরও পড়ুন:








