মঙ্গলবার

২৩ ডিসেম্বর, ২০২৫ ৮ পৌষ, ১৪৩২

এটিএম আজহারের খালাসে এনায়েতপুরে শুকরানা মাহফিল ও খাবার বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮ মে, ২০২৫ ২০:২৪

শেয়ার

এটিএম আজহারের খালাসে এনায়েতপুরে শুকরানা মাহফিল ও খাবার বিতরণ
ছবি : বাংলা এডিশন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে মানবতাবিরোধী অপরাধের মামলায় আপিল বিভাগ থেকে বেকসুর খালাস দেওয়ায় সিরাজগঞ্জের এনায়েতপুরে অনুষ্ঠিত হয়েছে শুকরানা মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি।
বুধবার দুপুরে এনায়েতপুর থানা সদরের হযরত যায়েদ বিন হারিসাহ এতিমখানায় এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে শতাধিক এতিম শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শেষে সবার অংশগ্রহণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এর আগে, এনায়েতপুর থানা জামায়াতের উদ্যোগে স্থানীয় একটি মিলনায়তনে শুকরানা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন থানা জামায়াতের আমির ডা. সেলিম রেজা। বক্তব্য রাখেন সেক্রেটারি ডা. মোফাজ্জল হোসেন, নায়েবে আমির অধ্যক্ষ আব্দুল গফুর, জামায়াত নেতা ডা. আইয়ুব আলী এবং জুবায়ের হোসেন।
বক্তারা বলেন, “আল্লাহর অশেষ রহমতে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে। আমরা কৃতজ্ঞতা জানাই মহান রবের দরবারে।” পরে এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার পরিবেশন করা হয়।



banner close
banner close