শিক্ষা সংস্কার কমিশন গঠন ও কার্যকর সংস্কারসহ শিক্ষায় জিডিপির ৪ শতাংশ বরাদ্দ দেয়ার দাবিতে বরিশালে আলোচনা সভা করেছে ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা। বুধবার সকালে নগরীর সদর রোডের কীর্তনখোলা মিলনায়তনে ‘কেমন শিক্ষাব্যবস্থা চাই’ বিষয়ক এ সভা হয়। একই দাবিতে জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেছে ছাত্র ফেডারেশন বরিশাল জেলা।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি তামজিদ হায়দার চঞ্চল, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু, বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান উন্মেষ রায়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, ছাত্র ফেডারেশনের বরিশাল জেলা সভাপতি সাকিবুল ইসলাম সাফিন, সাধারণ সম্পাদক রাইদুল ইসলাম সাকিব, সাংগঠনিক সম্পাদক জান্নাত নিপু, অর্থ সম্পাদক পায়েল আক্তার ও সদস্য ইশান ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থা অনুগত দাস তৈরির কারাখানা নয়। যুগের পর যুগ শিক্ষা ব্যবস্থাকে বেসরকারি করার মাধ্যমে শিক্ষাকে পণ্যে রূপান্তর করা হয়েছে। এখানকার মানুষদেরকে তৈরি করা হয়েছে বহুজাতিক প্রতিষ্ঠানের শ্রমদাসে। দেশের প্রতিটা অভ্যুত্থানের পরে একটা বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আকাক্সক্ষা তৈরি হয়। এবারের ২৪ এর অভ্যুত্থানেও হয়েছে। সেই বৈষম্যহীন রাষ্ট্রের আকাক্সক্ষা পূরণ করতে বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর গড়ে তুলতে সংস্কার কমিশন গঠন করা হয়েছে। কিন্তু কষ্টের বিষয় হচ্ছে শিক্ষা ব্যবস্থার সংস্কারে কোন সংস্কার কমিশন করেনি সরকার। তাই উন্নত ও মানবিক জাতি গড়ে তুলতে আমাদের শিক্ষা ব্যবস্থার সংস্কারসহ বাজেট বৃদ্ধি সময়ের দাবি।
আরও পড়ুন:








