আসন্ন পবিত্র ঈদুল আজহা সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার মাটিকাটা গ্রামে দেখা মিলেছে এক বিশাল আকৃতির গরুর, যার নাম ‘টাইগার বাবু’। এর ওজন প্রায় ১৫ মণ এবং এর দাম হাঁকা হচ্ছে ১০ লাখ টাকা। এলাকাবাসীর দাবি, এটি ভূঞাপুরের সবচেয়ে বড় গরু। টাইগার বাবুকে দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় করছে, যা এলাকায় এক উৎসবের আমেজ তৈরি করেছে।
জানা গেছে, এই বিশাল আকারের গরুটিকে গত ৪ বছর ধরে পরিবারের একজন সদস্যের মতোই পরম যত্নে লালন পালন করে আসছিলেন এর মালিক। সম্পূর্ণ দেশীয় খাবার, যেমন - খৈল, ভুষি, গম, চালের কুঁড়া ও তাজা ঘাস খাইয়ে এটিকে বড় করা হয়েছে। এর পেছনে মালিকের অনেক শ্রম, অর্থ ও ভালোবাসা ব্যয় হয়েছে।
ঈদ সামনে রেখে টাইগার বাবুকে দেখতে বিভিন্ন এলাকা থেকেও প্রতিদিন উৎসুক জনতা ভিড় করছেন। কেউ কেউ এর বিশাল আকৃতি দেখে মুগ্ধ হচ্ছেন, আবার কেউ কেউ এর স্বাস্থ্য ও লালন পালনের ভূয়সী প্রশংসা করছেন। অনেকেই টাইগার বাবুর সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন, যা এর জনপ্রিয়তা আরও বাড়িয়ে তুলেছে।
টাইগার বাবুকে দেখতে আসা মো. সোরহাব আলী বলেন, এমন বিশাল আকৃতির গরু এর আগে ভূঞাপুরে দেখিনি। এর মালিক যেভাবে যত্ন করেছেন, তা সত্যিই প্রশংসার যোগ্য।
আরেক দর্শনার্থী মো. মিজান বলেন, টাইগার বাবু নাম শুনে দেখতে আসছি। টাইগার বাবুকে দেখতে এসে মন ভরে গেল। এর ওজন আর স্বাস্থ্য দেখে অবাক না হয়ে পারা যায় না। আশা করি মালিক ভালো দাম পাবেন।
মো. হাসান আলী নামের এক তরুণ জানান, ঈদের আগে এমন বড় গরু দেখতে পাওয়া ভাগ্যের ব্যাপার। টাইগার বাবু ভূঞাপুরের গর্ব।
টাইগার বাবুর মালিক মো. সোহেল রানা বলেন, দীর্ঘদিনের প্রচেষ্টায় তারা এই গরুটি প্রস্তুত করেছেন। পরিবারের সদস্যের মতো লালন পালন করার কারণে বিক্রি করার সময় কিছুটা কষ্ট হচ্ছে। তবে ঈদের বাজারে যদি ভালো দাম পাওয়া যায়, তবে তাদের এই পরিশ্রম সার্থক হবে বলে তারা আশা করছেন। ১০ লাখ টাকা বা তার কাছাকাছি দামে গরুটি বিক্রি করতে পারলে তারা লাভবান হবেন।
আরও পড়ুন:








