মঙ্গলবার

২৩ ডিসেম্বর, ২০২৫ ৮ পৌষ, ১৪৩২

হরিরামপুরে কৃষি অফিসের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮ মে, ২০২৫ ১৪:৩২

শেয়ার

হরিরামপুরে কৃষি অফিসের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
ছবি: বাংলা এডিশন

মানিকগঞ্জের হরিরামপুরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ, পার্টনার প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে উপজেলা হল রুমে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রাসরণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. রবীআহ নূর আহমেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান খান।

অনুষ্ঠানে বক্তারা কংগ্রেসে পার্টনার প্রকল্পের আওতায় প্যাকেজ প্রযুক্তি, কৃষিতে দৃষ্টিভঙ্গি ও ধারণার পরিবর্তন, কৃষি প্রযুক্তি ব্যবহার, যান্ত্রিকীকরণ, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, কৃষিপণ্যের মূল্য শৃঙ্খলা এবং টেকসই কৃষি প্রযুক্তি ও কলাকৌশল বিষয়ে আলোচনা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জহুরুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রেজাউল করিম, সমবায় অফিসার নিলুফার ইয়াসমিন ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন ব্লকের কৃষকেরা।



banner close
banner close