মঙ্গলবার

২৩ ডিসেম্বর, ২০২৫ ৮ পৌষ, ১৪৩২

চট্টগ্রামে তৃতীয় দফায় কেএনএফের ১৩ হাজার ইউনিফর্ম উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ মে, ২০২৫ ১৩:২৪

শেয়ার

চট্টগ্রামে তৃতীয় দফায় কেএনএফের ১৩ হাজার ইউনিফর্ম উদ্ধার
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা এলাকা থেকে প্রায় ১৩ হাজার সন্দেহজনক ইউনিফর্ম উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্র জানিয়েছে, এসব পোশাক পার্বত্য এলাকার সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) জন্য তৈরি করা হয়েছিল।

মঙ্গলবার বায়েজিদ বোস্তামী থানা পুলিশ অভিযান চালিয়ে এসব ইউনিফর্ম উদ্ধার করে। এ ঘটনায় পাহাড়তলী থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। বায়েজিদ বোস্তামী থানার একজন উপ-পরিদর্শক বাদী হয়ে মামলাটি করবেন।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, এসব পোশাক পার্বত্য এলাকার সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ইউনিফর্ম হিসেবে তৈরি করা হয়েছিল। তবে এ বিষয়ে কেউ আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হননি।

নগর পুলিশের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করলেও নাম প্রকাশ করতে চাননি। তিনি বলেছেন, ‘বিষয়টি স্পর্শকাতর হওয়ায় উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বক্তব্য দেয়া যাচ্ছে না।’

এর আগে, গত ১৭ মে একই এলাকার রিংভো অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানা থেকে ২০ হাজার ৩০০টি ইউনিফর্ম জব্দ করে গোয়েন্দা পুলিশ। ওই ঘটনায় করা মামলার এজাহারে বলা হয়, পাহাড়ের সশস্ত্র সংগঠন কেএনএফ-এর জন্য এসব পোশাক তৈরি হচ্ছিল।’



banner close
banner close