নীলফামারীর সৈয়দপুর-পার্বতীপুর সড়কের জাকেরগঞ্জে পার্বতীপুরে ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে ২ শ্রমিক নিহত নিহত। এ সময় বিক্ষুব্ধ লোকজন সড়ক অবরোধ করে ট্রাকে আগুন লাগিয়ে দেয়।
পরে থানা পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ওই সড়কের জাকেরগঞ্জ ও বান্নিরঘাট এলাকার মাঝামাঝি স্থানে বালু বোঝাই ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন শ্রমিক ঘটনাস্থলে প্রাণ হারান। নিহতরা হচ্ছেন মোটরসাইকেল আরোহী বেলাইচন্ডি ইউনিয়নের খামাতপাড়া গ্রামের সুজিত চন্দ্র দাস ও জগন্নাথপুর গ্রামের রবিউল ইসলাম। এরা দুজনে স্থানীয় সি-ওয়াই ফোল্ডিং কোম্পানিতে কাজ করে বাড়ি ফেরার সময় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল-মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
আরও পড়ুন:








