বৃহস্পতিবার

২৯ মে, ২০২৫
১৫ জ্যৈষ্ঠ, ১৪৩২
২ , ১৪৪৬

বগুড়ার শিবগঞ্জে সাংবাদিক লাঞ্ছিত, ২ বিএনপি নেতা গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ২৮ মে, ২০২৫ ১০:৩৭

শেয়ার

বগুড়ার শিবগঞ্জে সাংবাদিক লাঞ্ছিত, ২ বিএনপি নেতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচকে ৩ জন সাংবাদিক তথ্য সংগ্রহের সময় মারধর ও লাঞ্ছনার স্বীকার হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় অস্ত্রের মুখে জিম্মি করে দুই বিএনপি নেতা সাংবাদিকদের মারধর ও লাঞ্ছিত করে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা হলে অভিযুক্ত দুই নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- বহিষ্কৃত কিচক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাফিজ উদ্দিন ও সাবেক ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শাহিন মিয়া।

জানা গেছে, কিচক ইউনিয়ন পরিষদে ২০০ বস্তা ভিজিএফ এর চাল কালো বাজারে বিক্রি করার সময় এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি সাজু মিয়া ও চ্যানেল এ-ওয়ান এর প্রতিনিধি তৌহিদ মন্ডল ও সংবাদকর্মী আবু হাসান ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে যায়। এ সময় রিপনের নেতৃত্বে ২০/২৫ জন নেতাকর্মী তাদেরকে ঘিরে ধরে এবং মারপিট করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও আহত সাংবাদিকদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান সাংবাদিকদের দেখতে আসেন।

এ ঘটনায় উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি যথাক্রমে খালিদ হাসান আরমান ও এবিএম মাসুদ রানা মাসুম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, কিচক ইউনিয়ন যুবদলের সভাপতি রমযান আলী রিপন ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাফিজুর রহমান হাফিজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান বলেন, অপরাধীদের কোন দলীয় পরিচয় থাকতে পারে না। তাদের পরিচয় শুধুই অপরাধী। কেউ অন্যায় করলে দল তার দায়ভার নিবে না। অপরাধ করলে ছাড় নেই। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুজ্জামান শাহিন আমার দেশকে বলেন, রাতে মামলার পরপরই ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হবে।

banner close
banner close