বৃহস্পতিবার

২৯ মে, ২০২৫
১৫ জ্যৈষ্ঠ, ১৪৩২
২ , ১৪৪৬

বাংলাদেশের আকাশে চক্কর দিয়ে গেলো ভারতের তিনটি ড্রোন

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ২৮ মে, ২০২৫ ০৮:৪৬

শেয়ার

বাংলাদেশের আকাশে চক্কর দিয়ে গেলো ভারতের তিনটি ড্রোন
কোলাজ: বাংলা এডিশন

কুড়িগ্রামের বড়াইবাড়ী সীমান্তে ভারতীয় নাগরিকদের পুশইনের ঘটনার উত্তেজনা কাটতে না কাটতেই এবার বাংলাদেশের আকাশে অবৈধভাবে তিনটি ড্রোন উড়িয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফ।

মঙ্গলবার রাত ১০টা ৪৩ মিনিটে কুড়িগ্রামের রৌমারী সীমান্তের সাহেবের আলগা বিওপি এলাকায় স্থানীয়রা তিনটি ড্রোন উড়তে দেখতে পান। এর আগে রাত সাড়ে ৮টায় ওই এলাকায় ভারতের ড্রোন উড়ছিল, পরে ড্রোনগুলো কয়েকবার চক্কর দিয়ে ভারতের শিশুমারা বিএসএফ ক্যাম্পে চলে যায়।

ড্রোন উড়ানোর বিষয়টি স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান মুঠোফোনে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫২ এলাকা অতিক্রম করে রাত ১০টা ৪৩ মিনিটে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ১ কিলোমিটার ভিতরে সাহেবের আলগা ও ডিগ্রিরচর এলাকার আকাশে ভারতের ৩টি ড্রোন সারিবদ্ধভাবে প্রায় ৫ মিনিট উড়ছিল। এরপর সেগুলো সীমান্তবর্তী ভারতের শিশুমারা বিওপিতে চলে যায়।’

স্থানীয় বাসিন্দারা জানান, রাত সাড়ে ৮টায় তিনটি ড্রোন বাংলাদেশের আকাশে উড়ছিল।

এ ছাড়া ইউপি সদস্য হাবিবুর রহমান আরও বলেন, ‘বাংলাদেশের ভেতরে ভারতের তিনটি ড্রোন উড়ছিল। লোকজন আমাকে মোবাইলে জানিয়েছে। পরে বিজিবি কর্তৃপক্ষকে ফোন দিলেও তারা রিসিভ করেননি। তবে সীমান্তে ড্রোন উড়লেও পরিস্থিতি শান্ত রয়েছে।’

এ বিষয়ে সাহেবের আলগা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মুঠোফোনে জানান, ‘সীমান্তে ভারতের ড্রোন উড়ছিল কিনা, আমরা তা জানি না। আমরা বর্তমানে সীমান্তে টহলে আছি।’

banner close
banner close