
ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের নলবুনিয়া বাজার এলাকায় আজ ২৭ মে (মঙ্গলবার ) বিকেল আনুমানিক ৪টার দিকে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন এবং আরেকজন আহত হয়েছেন।
নিহতের নাম সজীব সিকদার (৪৫), তিনি ঝালকাঠির নেছারাবাদের খলিলুর রহমানের ছেলে। দুর্ঘটনায় গুরুতর আহত লিয়ন (৩০) ঝালকাঠির চানকাঠী এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, নলবুনিয়া বাজার এলাকায় হঠাৎ করেই একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সজীব সিকদার প্রাণ হারান। আহত লিয়নকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে রাজাপুর থানার কর্তব্যরত কর্মকর্তা জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং বাসটিকে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: