বৃহস্পতিবার

২৯ মে, ২০২৫
১৫ জ্যৈষ্ঠ, ১৪৩২
২ , ১৪৪৬

চৌহালীতে খামারি হত্যা: আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৭ মে, ২০২৫ ১৯:১৪

শেয়ার

চৌহালীতে খামারি হত্যা: আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেপ্তার
শফিকুল ইসলাম ওরফে সফি ডাকাত।

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় খামারি হত্যা ও গরু ডাকাতির ঘটনায় শফিকুল ইসলাম ওরফে সফি ডাকাত (৬৫) নামে এক আন্তঃজেলা ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার বড় কয়ড়া গ্রামের বাসিন্দা।

গতকাল সোমবার (২৬ মে) রাতে টাঙ্গাইল জেলার যমুনা নদীর চরাঞ্চলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আজ মঙ্গলবার দুপুরে চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গত ২১ মে রাতে চৌহালীর ঘোরজান ইউনিয়নের মুরাদপুর এলাকাস্থ কাউলিয়া চরে একটি সংঘবদ্ধ ডাকাত দল খামারি তারা মিয়া (৬৫)-কে শ্বাসরোধে হত্যা করে। পরে তার খামার থেকে তিনটি গরু লুটে নেয় তারা।

ওসি বারিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সফি ডাকাতকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ডাকাতিসহ সাতটি মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একইসঙ্গে ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে এবং লুট হওয়া গরুগুলো উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

banner close
banner close