বৃহস্পতিবার

২৯ মে, ২০২৫
১৫ জ্যৈষ্ঠ, ১৪৩২
২ , ১৪৪৬

পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আটক ২৪

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৭ মে, ২০২৫ ১৫:০২

শেয়ার

পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আটক ২৪
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বিএনপির দুই নেতাসহ ২৪ জনকে আটক করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার ভোর রাতে উপজেলার ধুলশুড়া ইউনিয়নের পদ্মায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে কোস্টগার্ড ঢাকা অঞ্চল।

আটককৃতরা হলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আজম ও সুতালড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম মিন্টু।

হরিরামপুর থানা ওসি মুহাম্মদ মুমিন খান জানান, ‘পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন অবস্থায় ২৪ জনকে আটক করে কোস্ট গার্ড। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।’

উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহরিয়ার আশরাফ জানান, ‘পদ্মায় ধুলশুড়া ও ইব্রাহিমপুর ইলিশা পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। মঙ্গলবার ভোর রাতে পদ্মায় অভিযান চালিয়ে ৫টি ড্রেজার, ৩ টি বাল্কহেড, নগদ ৮৫ হাজার টাকা জব্দ করে কোস্ট গার্ড । আটক ২৪ জনের বিরুদ্ধে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা হচ্ছে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আহমেদ জানান, ‘আটকের বিষয়টি শুনেছি। তবে আমাদের দলীয় কেউ জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।’

banner close
banner close