যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় র্যাব-১২ এর মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার সন্ধ্যায় সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
র্যাব-১২ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি জানান, ‘অধিনায়ক র্যাব-১২ এর দিকনির্দেশনা ও র্যাব গোয়েন্দা শাখার সহযোগিতায় অভিযানটি পরিচালিত হয়। সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানার নলকা এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে পাকা রাস্তায় অভিযান চালিয়ে মাদকসহ দুইজনকে আটক করা হয়।’
গ্রেফতারকৃতরা হলেন, মো. জীবন হোসেন এবং মো. জুয়েল মিয়া। উভয়ের বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শ্রীধরপুর পূর্বপাড়ায়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে তা বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে।
অভিযানে আসামিদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নগদ ১০ হাজার ৭৭০ টাকা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা করা হয়েছে।
আরও পড়ুন:








