বৃহস্পতিবার

২৫ ডিসেম্বর, ২০২৫ ১০ পৌষ, ১৪৩২

আইন লঙ্ঘন করে সীমান্তে ড্রোন উড়াচ্ছে বিএসএফ

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ২৭ মে, ২০২৫ ১২:৩৯

শেয়ার

আইন লঙ্ঘন করে সীমান্তে ড্রোন উড়াচ্ছে বিএসএফ
কোলাজ: বাংলা এডিশন

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে সম্প্রতি ঘটে যাওয়া পুশইন ও গুলির ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ড্রোন উড়াচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফ। মঙ্গলবার সকাল ১০টা ৪৫ মিনিটে সীমান্তের আকাশে উড়তে দেখা যায় এই ড্রোন। বিজিবির বড়াইবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার আঞ্জু মিয়া বাংলা এডিশনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ভোরে রৌমারী উপজেলার বড়াইবাড়ী সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভারতের আসাম রাজ্যের মানকারচর থানাধীন কাকরিপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা পুশইনের মাধ্যমে ১৪ জন নারী-পুরুষকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিলে সীমান্তে অস্থিরতা শুরু হয়।

বিজিবি শূন্যরেখায় তাদের নিয়ে গেলে বিএসএফ অকথ্য ভাষায় গালাগালি করে ও চার রাউন্ড গুলি ছোড়ে। পরে বিজিবি শূন্যরেখায় অবস্থান নেয় এবং খবর ছড়িয়ে পড়লে আশপাশের গ্রামের স্থানীয়রাও সেখানে এসে যোগ দেন।

এখন সীমান্তে বিজিবির পাশাপাশি স্থানীয়দেরও অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। একের পর এক এই ধরনের কর্মকাণ্ড সীমান্তের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি করছে।

বাংলাদেশের পক্ষ থেকে এই ঘটনার দ্রুত সমাধান ও সীমান্তের স্থিতিশীলতা রক্ষার আহ্বান জানানো হচ্ছে।



আরও পড়ুন:

banner close
banner close