বৃহস্পতিবার

২৫ ডিসেম্বর, ২০২৫ ১০ পৌষ, ১৪৩২

বেনাপোলে আমদানি-রফতানি শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ মে, ২০২৫ ২০:৫১

শেয়ার

বেনাপোলে আমদানি-রফতানি শুরু
ছবি: সংগৃহীত

বেনাপোল বন্দর দিয়ে ১২ দিন বন্ধ থাকার পর সোমবার সকাল থেকে আবারো শুরু হয়েছে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য ও পণ্য খালাস কার্যক্রম। ফলে বন্দরে ফিরেছে প্রাণচাঞ্চল্য, তবে সৃষ্ট হয়েছে ভয়াবহ পণ্যজট।

প্রায় ৪ হাজার বন্দর হ্যান্ডলিং শ্রমিক কাজে যোগ দিয়েছেন। অন্যদিকে কাস্টমস ও বন্দর কর্মকর্তাদের হিমশিম খেতে হচ্ছে পণ্য শুল্কায়ন ও ডেলিভারি দিতে।

দীর্ঘদিনের অচলাবস্থার কারণ হিসেবে ব্যবসায়ীরা জানিয়েছেন, জাতীয় রাজস্ব বোর্ডের একের পর এক কর্মসূচি ও আন্দোলনের কারণে বেনাপোল কাস্টম হাউজ কার্যত অচল হয়ে পড়েছিল। বন্দর থেকে প্রতিদিন গড়ে ৩০০-৪০০ ট্রাক পণ্য খালাস হলেও আন্দোলনের কারণে গত ১২ দিনে কোনো পণ্য চালান খালাস হয়নি। এতে চলতি অর্থবছরে রাজস্ব আদায়ে বড় ধরনের ধস নামার আশঙ্কা করছে ব্যবসায়ীরা।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক বলেন, ‘দীর্ঘ ১২ দিন ধরে বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ ছিল, কোনো পণ্য খালাস হয়নি। তবে রোববার রাতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তাদের কর্মবিরতি প্রত্যাহার করে নেয়ায় সোমবার সকাল থেকে কাস্টমস ও বন্দরে পুরোদমে কাজ শুরু হয়েছে। ১৪ মে থেকে ২৫ মে পর্যন্ত টানা ১২ দিন কর্মবিরতি পালন করেছিলেন কাস্টমস কর্মকর্তারা।’

বেনাপোল কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার বলেন, ‘সোমবার রাতে জাতীয় রাজস্ব ঐক্য পরিষদের নেতারা সরকারের লিখিত আশ্বাস ও আলোচনার অগ্রগতির ভিত্তিতে কর্মবিরতির কর্মসূচি স্থগিত করেছেন। একইসঙ্গে অংশীজনদের সম্মতিতে একটি টেকসই কাঠামো গঠনের প্রত্যাশাও জানিয়েছেন তারা। ফলে সোমবার সকাল থেকে কাস্টমস ও বন্দরে পুরোদমে কাজ শুরু হয়েছে।’



আরও পড়ুন:

banner close
banner close