বৃহস্পতিবার

২৫ ডিসেম্বর, ২০২৫ ১০ পৌষ, ১৪৩২

ঝালকাঠি আদালতে শরীরে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা 

ঝালকাঠি প্রতিনিধি 

প্রকাশিত: ২৬ মে, ২০২৫ ০৯:৫৮

শেয়ার

ঝালকাঠি আদালতে শরীরে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা 
ঝালকাঠির চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

ঝালকাঠির চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রোববার (২৫ মে) দুপুরে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছেন এক গৃহবধূ।

এসময় পুলিশ তাকে দ্রুত নিবৃত্ত করে। গৃহবধূর নাম নসুরাত জাহান।

তিনি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কয়া গ্রামের শাহ আলমের মেয়ে।

আদালত সূত্রে জানা গেছে, ১৭ মার্চ নিজের স্বামী আল-আমিন হাওলাদারের বিরুদ্ধে যৌতুকের দাবিতে মারধরের অভিযোগে নলছিটি থানায় একটি মামলা করেন নুসরাত জাহান। মামলায় তার স্বামীকে জেলহাজতে পাঠানো হয়। রোববার দুপুরে জামিন শুনানির দিন ধার্য ছিল। শুনানিতে নুসরাত জাহানকে স্ত্রী হিসেবে অস্বীকৃতি জানান আল আমিন। এতে রাগ ও অভিমানে আদালতের কাঠগড়ায় তার স্বামীর সামনেই নিজের গায়ে কেরোসিন ঢালেন। এসময় দ্রুত পুলিশ তাকে উদ্ধার করে।



আরও পড়ুন:

banner close
banner close