
বিকেএসপি কাপ আমন্ত্রণমূলক আন্তর্জাতিক জুডো প্রতিযোগিতা-২০২৫ আজ থেকে বিকেএসপিতে শুরু হয়েছে।
সকালে বিকেএসপির পরিচালক ( প্রশাসন ও অর্থ) মোহম্মদ আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিযোগিতার শূভ উদ্বোধন করেন। প্রধান অতিথি বাংলাদেশ সহ বিদেশী দল দু’টিকে বিকেএসপিতে স্বাগত জানান এবং দু’দিন ব্যাপী আয়োজিত এ টুর্নামেন্টের সাফল্য কামনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিকেএসপির উপ-পরিচালক (প্রশাসন) মো: ছগির হোসেন ও ক্রিকেট বিভাগের চিফ কোচ মন্টু কুমার দত্ত।
প্রতিযোগিতার প্রথম দিনেই -৪৫ কেজি ওজন শ্রেণিতে বিকেএসপি (এ) দলের মো: জাহিদ হাসান নেপালের রিওয়াজ লামা তামংকে পরাজিত করে শুভ সূচনা করেন।এ ওজন শ্রেণিতে ব্রোঞ্জ পদক পান
বিকেএসপি (বি) দলের হালাথুই চিং মারমা ও বিকেএসপি (ডি) দলের বারন পায়েল।
অপর স্বর্ণটি আসে - ৫০ কেজি ওজন শ্রেণিতে বিকেএসপি (সি) দলের মো: ওয়াদুদ রনির হাত ধরে।এ ওজন শ্রেণিতে রৌপ্য পদক পান বিকেএসপির (বি) দলের আমির হোসেন এবং ব্রোঞ্জ
পদক পান চাঁপাইনবাবগঞ্জ মো: সুলতান মাহমুদ ও বিকেএসপির (এ) দলের মো: আব্দুল হামিদ শাহরিয়ার।
মেয়েদের -৪৪ কেজি ওজন শ্রেণিতে বিকেএসপি (এ) দলের রেমী হাসি বিকেএসপি (বি) দলের সিফাত আরা শুশিকে পরাজিত করে স্বর্ণ পদক লাভ করেন এবং
ব্রোঞ্জ পদক পান নেপালের সমিতা নেপালী ও বাংলাদেশ আনসারের ফারিয়া আক্তার রীনা।
মেয়েদের -৪৮কেজি ওজন শ্রেণিতে নেপালের নিশা শ্রেষ্ঠ বিকেএসপি (সি) দলের স্বর্ণা রাণী সরকারকে পরাজিত করে স্বর্ণ পদক লাভ করেন। এ ওজন শ্রেণিতে ব্রোঞ্জ পদক পান বাংলাদেশ আনসারের মুশফিকা খাতুন ও বিকেএসপি (এ) দলের সোনিয়া।
প্রতিযোগিতায় নেপাল, ভূটান ও স্বাগতিক বাংলাদেশের মোট ১৬৯ জন জুডোকা ১৩টি ওজন শ্রেণিতে ৫২ টি পদকের মুখোমুখি হবে ।বাংলাদেশের হয়ে বিকেএসপির ৪টি দল ছাড়াও দেশের বিভিন্ন ক্লাব, ক্রীড়া সংস্থা, বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সেনাবাহিনী ও আনসার দল অংশগ্রহণ করছে। আগামীকাল দু’দিন ব্যাপি এ টুর্নামেন্টের সমাপ্তি হবে।
আরও পড়ুন: