সোমবার

২৬ মে, ২০২৫
১১ জ্যৈষ্ঠ, ১৪৩২
২৮ জিলক্বদ, ১৪৪৬

দেশের দ্বিতীয় বৃহত্তম পশুর হাট জমে উঠেছে

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ২৫ মে, ২০২৫ ১৯:২৭

শেয়ার

দেশের দ্বিতীয় বৃহত্তম পশুর হাট জমে উঠেছে
ছবি : বাংলা এডিশন
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে গোবিন্দাসী গরুর হাটে ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিতে জমে উঠেছে বেচাকেনা।
দেশের দ্বিতীয় বৃহত্তম পশুর হাট হিসেবে পরিচিত টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী গরুর হাটে এখন বেচাকেনার ধুম লেগেছে। কোরবানির পশু কিনতে ক্রেতারা যেমন ছুটছেন হাটে, তেমনি ভালো দামের প্রত্যাশায় পশুপালকরাও নিয়ে আসছেন তাদের লালিত পশু।
হাটের প্রবেশপথ থেকে শুরু করে ভেতরের অংশে ক্রেতা-বিক্রেতাদের আনাগোনায় মুখর। ছোট, মাঝারি থেকে শুরু করে বিশাল আকারের গরুতে ভরে গেছে পুরো মাঠ। অন্য প্রান্তে ছাগল ও ভেড়ার জোনও বেশ সরগরম। দূর-দূরান্ত থেকে আসা ব্যাপারীরা যেমন গরু নিয়ে এসেছেন, তেমনি স্থানীয় কৃষকরাও নিজেদের পালিত পশু বিক্রির জন্য হাটে তুলেছেন। দর কষাকষি আর হাঁকডাকে সরগরম হাটের পরিবেশ।
হাটের ইজারাদার সূত্রে জানা গেছে, গত কয়েকদিনের তুলনায় আজ বিক্রি অনেক বেড়েছে। ক্রেতারা তাদের সাধ্য অনুযায়ী পশু কিনছেন। বিক্রেতারাও বলছেন, দাম কিছুটা বেশি মনে হলেও শেষ মুহূর্তে ভালো দাম পাওয়ার আশা করছেন তারা। মাঝারি আকারের গরুর চাহিদা সবচেয়ে বেশি। ৪০ হাজার থেকে শুরু করে ৮-১০ লাখ টাকার গরু হাটে দেখা যাচ্ছে, যা ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করছে।
হাটে আসা একজন ক্রেতা রফিক মিয়া বলেন, আগের চেয়ে দাম একটু বেশি মনে হচ্ছে, তবে পছন্দের গরু কিনতে পেরে খুশি। শেষ দিকে ভিড় আরও বাড়বে ভেবে আগেই চলে এলাম।
অন্যদিকে, একজন বিক্রেতা আব্দুল জব্বার বলেন, গরুর খাবারের দাম অনেক বেড়েছে, তাই দাম একটু বেশি চাইছি। তবে ক্রেতাদের সাড়া দেখে মনে হচ্ছে, ভালো লাভেই গরু বিক্রি করতে পারব।
ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে হাটে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পশু চিকিৎসকদের দল সার্বক্ষণিক হাটে উপস্থিত থেকে পশুর স্বাস্থ্য পরীক্ষা করছেন, যাতে অসুস্থ পশু হাটে ঢুকতে না পারে। এছাড়া, যানজট এড়াতে ট্রাফিক ব্যবস্থাপনাও জোরদার করা হয়েছে।
হাট ইজারাদার কমিটির সদস্য রফিকুল ইসলাম রবি বলেন, হাটে শান্তিপূর্ণভাবে বেচাকেনা চলছে। আমরা সব ধরনের নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করেছি যাতে ক্রেতা-বিক্রেতারা নির্বিঘ্নে লেনদেন করতে পারেন। তিনি আরো বলেন, আগামী দিনগুলোতে বেচাকেনা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। কোরবানি ঈদের আর হাতে গোনা দিন বাকি থাকায় শেষ মুহূর্তে হাটে জনসমাগম আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

banner close
banner close