
নীলফামারীর সৈয়দপুরের ৭৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ঈদ বোনাস পায়নি। ফলে এসব শিক্ষক পরিবারে হতাশা সৃষ্টি হয়েছে। আসছে কোরবানি ঈদ তাদের নিরানন্দ হিসাবে দেখা দিয়েছে। প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের অদক্ষ কর্মচারীদের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে সূত্র জানায়।
সৈয়দপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, উপজেলার ৭৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক মিলে ৫৭৫ জন শিক্ষকের পদ রয়েছে। তবে কর্মরত রয়েছেন ৫৪৬ জন। এরমধ্যে ৪৭ জন হিন্দু সম্প্রদায়ের।
কোরবানি ঈদে ৪৯৯ জন মুসলমান শিক্ষকের বোনাস পাওয়ার কথা। কিন্ত অনলাইনে ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) জটিলতার কারণে শিক্ষকদেদের হিসাব বিবরণীতে বোনাসের টাকা এসে পৌছায়নি। ফলে তারা ঈদ বোনাস তুলতে পারেননি।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক জানান, কোরবানি ঈদে বোনাসই তাদের ভরসা। কিন্ত সেই বোনাস এখনো না পাওয়ায় ভাগে গরু কেনারও সুযোগ হচ্ছে না। ফলে সকলেই চিন্তায় পড়েছেন।
এ ব্যাপারে সৈয়দপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ‘সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। আশাকরি ঈদের আগেই শিক্ষকরা বোনাস পেয়ে যাবেন।’
আরও পড়ুন: