রবিবার

২৫ মে, ২০২৫
১১ জ্যৈষ্ঠ, ১৪৩২
২৭ জিলক্বদ, ১৪৪৬

সিলেট সীমান্ত দিয়ে পুশ ইনের সময় ১৫৩ জন আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ মে, ২০২৫ ১৩:৩১

শেয়ার

সিলেট সীমান্ত দিয়ে পুশ ইনের সময় ১৫৩ জন আটক
ছবি: সংগৃহীত

সিলেটের তিনটি সীমান্ত দিয়ে আরও ১৫৩ জনকে পুশ ইন করছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী, বিএসএফ। পরে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে বিজিবি।

শনিবার গভীর রাত থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত তাদেরকে পুশ ইন করা হয়। এদের মধ্যে বিয়ানীবাজারের বড়লেখার শাহবাজপুর সীমান্ত দিয়ে ৭৯ জন, নয়গ্রাম সীমান্ত দিয়ে ৩২ জন ও পাল্লাথল সীমান্ত দিয়ে ৪২ জনকে বাংলাদেশে পাঠানো হয়।

বিজিবি জানায়, শনিবার দিবাগত রাত আড়াইটার থেকে ঘন জঙ্গল ও বিলের মধ্য দিয়ে তাদেরকে বাংলাদেশে পাঠানো হয়। আটককৃতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান।

banner close
banner close